'রেডিও তেহরানকে আগের স্বর্ণযুগের বেতারের ন্যায় দেখতে পাচ্ছি'
https://parstoday.ir/bn/news/letter-i128032-'রেডিও_তেহরানকে_আগের_স্বর্ণযুগের_বেতারের_ন্যায়_দেখতে_পাচ্ছি'
আসসালামু আলাইকুম। পত্রের শুরুতেই রেডিও তেহরান বাংলা বিভাগের সবাইকে জানাই আন্তরিক অভিবাদন ও মোবারকবাদ। আশাকরি আল্লাহর অশেষ কৃপায়  আপনারা সকলেই ভালো আছেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
সেপ্টেম্বর ১২, ২০২৩ ২০:১৮ Asia/Dhaka
  • 'রেডিও তেহরানকে আগের স্বর্ণযুগের বেতারের ন্যায় দেখতে পাচ্ছি'

আসসালামু আলাইকুম। পত্রের শুরুতেই রেডিও তেহরান বাংলা বিভাগের সবাইকে জানাই আন্তরিক অভিবাদন ও মোবারকবাদ। আশাকরি আল্লাহর অশেষ কৃপায়  আপনারা সকলেই ভালো আছেন।

আমি একজন রেডিওপ্রেমী মানুষ। সেই স্কুল জীবন থেকেই বহু রেডিও স্টেশনের সাথে আমার সখ্যতা গড়ে ওঠে। সেসময় অনেকের ব্যক্তিগত ক্লাব ছিল, আমারও আছে। রেডিও স্টেশনগুলো ক্লাব নিবন্ধন দিত। আর কোনো খোঁজখবর নিত না। এক্ষেত্রে রেডিও তেহরান ছিল ব্যতিক্রম। বর্তমানেও সেই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।

'আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ' প্রতিষ্ঠার পর থেকে রেডিও তেহরানের শ্রোতা বৃদ্ধির উপায় নিয়ে শ্রোতাদের মধ্যে প্রতিযোগিতা লক্ষ্য করা যাচ্ছে। সেইসাথে পরস্পরের সঙ্গে গড়ে উঠেছে নিঃস্বার্থ এক মেলবন্ধন। শ্রোতাদের অনুষ্ঠান শোনার সুবিধার্থে কেউ কেউ প্রিয়জনের মেসেঞ্জার গ্রুপে ও রেডিও তেহরান ফেসবুক গ্রুপে আগেভাবেই অনুষ্ঠান সূচি দিয়ে দিচ্ছেন। লাইভ অনুষ্ঠানে কে, কোথা থেকে যুক্ত হচ্ছেন  সেটাও কমেন্ট করে জানিয়ে দিচ্ছেন। বেতারকেন্দ্রিক খোশ গল্পেও মেতে উঠছেন কেউবা।

অনুষ্ঠান শোনার পাশাপাশি অনেকেই গুরুত্বপূর্ণ খবর সম্পর্কে নিজস্ব মতামত পোষণ করেছেন। অনুষ্ঠানের পর্বগুলোর ভালোমন্দ নিয়ে গঠনমূলক সমালোচনাও করেছেন। এসব কারণে একদিন সবার সাথে রেডিও তেহরান বাংলার লাইভ অনুষ্ঠান যুক্ত হতে না পারলে মনে হয় আমার আত্মার পরম আত্মীয়দের মিস করছি।

আমরা শ্রোতারা রেডিও তেহরানকে আগের স্বর্ণযুগের বেতারের ন্যায় দেখতে পাচ্ছি। বর্তমান রমরমা রঙিন যুগে এসেও শ্রোতা নন্দিত রুপে দেখছি রেডিও তেহরানকে। শ্রোতা বৃদ্ধির এই ধারাবাহিকতা বজায় থাকুক এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি।

 

বিনীত

মোবারক হোসেন ফনি

সাংগঠনিক সম্পাদক, আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ

আকন্দের বাইদ, সাগরদিঘী, টাঙ্গাইল-১৯৮৪, বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১২