'জাতিসংঘে ইরানি প্রেসিডেন্টের যুগোপযোগী বক্তব্যকে আমি সাধুবাদ জানাই'
https://parstoday.ir/bn/news/letter-i128444-'জাতিসংঘে_ইরানি_প্রেসিডেন্টের_যুগোপযোগী_বক্তব্যকে_আমি_সাধুবাদ_জানাই'
মহোদয়, আন্তরিক সালাম ও প্রাণঢালা প্রীতি আর শুভেচ্ছা রইল। আমি রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের একজন পুরাতন শ্রোতা ও পাঠক। নিয়মিতভাবে অনুষ্ঠান শোনা ও চিঠিপত্র লিখা সম্ভব না হলেও মাঝে মাঝে অনুষ্ঠান শুনে চিঠিপত্র লিখে মতামত জানিয়ে থাকি।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
সেপ্টেম্বর ২৩, ২০২৩ ১৬:০৯ Asia/Dhaka
  • 'জাতিসংঘে ইরানি প্রেসিডেন্টের যুগোপযোগী বক্তব্যকে আমি সাধুবাদ জানাই'

মহোদয়, আন্তরিক সালাম ও প্রাণঢালা প্রীতি আর শুভেচ্ছা রইল। আমি রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের একজন পুরাতন শ্রোতা ও পাঠক। নিয়মিতভাবে অনুষ্ঠান শোনা ও চিঠিপত্র লিখা সম্ভব না হলেও মাঝে মাঝে অনুষ্ঠান শুনে চিঠিপত্র লিখে মতামত জানিয়ে থাকি।

রেডিও তেহরান থেকে জানতে পারলাম যে, এবারের জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ইউরোপ ও আমেরিকায় পবিত্র কুরআনের অবমাননার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে যে বক্তব্য রেখেছেন তা পুরো বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। আরব দেশগুলোতেও তা প্রশংসিত হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এ সংক্রান্ত খবরের লাইক ও ইতিবাচক কমেন্টের বন্যা বয়ে যাচ্ছে।

জাতিসংঘে কুরআন হাতে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি

আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে ইরানি প্রেসিডেন্ট পবিত্র কুরআন হাতে নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা স্বাভাবিকভাবেই বিশ্বের প্রায় সব গণমাধ্যমেই প্রকাশিত হয়েছে। জাতিসংঘের ওয়েবসাইটসহ ইউরোপ ও আমেরিকার গণমাধ্যমও তা এড়িয়ে যেতে পারেনি। এর মধ্য দিয়ে কুরআন অবমাননার বিরুদ্ধে মুসলিম বিশ্বের অবস্থান ও বক্তব্য মুসলিম সমাজের কাছেও পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।

বিশ্ব ফোরামে ইরানি প্রেসিডেন্টের এই সাহসী বক্তব্য মুসলিম সমাজের মধ্যে আলোর প্রদীপ শিখা জ্বালাতে ও মানবিকতা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। মুসলিম বিদ্বেষীরা পবিত্র গ্রন্থ আল-কুরআন পোড়ানোর মতো দুঃসাহস আর দেখাতে পারে না। সকল মুসলিম নেতাদের কুরআনের পক্ষে বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। জাতিসংঘের সাধারণ পরিষদে ইরানি প্রেসিডেন্টের যুগোপযোগী বক্তব্যকে আমি সাধুবাদ জানাই। কুরআনের শত্রুদের মনে আল্লাহপাক বুঝ ও হেদায়েত দান করুক এই কামনায় আজকের মতো শেষ করছি। 

 

মুহাম্মদ আব্দুল হাকিম মিঞা 

গ্রাম: ছোট জামবাড়িয়া. ডাকঘর: বড়গাছীহাট-৬৩২১

উপজেলা: ভোলাহাট. জেলা: চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।