'আমরা শ্রোতারা রেডিও তেহরানকে আল্লাহর এক অশেষ রহমতরূপে পেয়েছি'
(last modified Wed, 04 Oct 2023 12:08:28 GMT )
অক্টোবর ০৪, ২০২৩ ১৮:০৮ Asia/Dhaka
  • 'আমরা শ্রোতারা রেডিও তেহরানকে আল্লাহর এক অশেষ রহমতরূপে পেয়েছি'

প্রিয় জনাব/জনাবা, আসসালামু আলাইকুম। পত্রের প্রথমেই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানবেন। আশা করি আপনারা সবাই সুস্থ শরীরে ভালো ও কুশলেই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি।

পেটের ক্ষুধা মিঠায় খাদ্যসামগ্রী, গায়ের শোভা বর্ধন করে পোষাক-পরিচ্ছদ আর মনের খোরাক মেঠায় রেডিও তেহরানের মনোগ্রাহী বাংলা অনুষ্ঠান! প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করে আপনারা যে, আমাদের মনের খোরাক মিঠাচ্ছেন, এজন্য আমরা শ্রোতারা আপনাদের কাছে চিরঋণী হয়ে থাকব। কারণ আপনাদের প্রচারিত ও পরিবেশিত চমৎকার সব জ্ঞানবর্ধক, তথ্যবহুল শিক্ষণীয়  অনুষ্ঠানমালা থেকে আমরা বিশ্বের চলতি ঘটনার উপর খবরাখবর, প্রতিবেদন, সাক্ষাৎকার, কথিকা ও আলোচনা থেকে কত কিছু জানতে আর শিখতে পারছি। ফলে আমাদের মনের খোরাক মিঠছে; সেই সাথে জ্ঞানের পরিধি বৃদ্ধি পাচ্ছে।

রেডিও তেহরান আমাদের কাছে জ্ঞানের কারখানা! এই জ্ঞানের কারখানা থেকে আমরা প্রতিদিন অনেক কিছু শিখছি, জানতে পারছি এবং সুঅভ্যাস গড়ে তুলছি। জীবন চলার পথে রেডিও তেহরানের অনুষ্ঠান শোনার অভিজ্ঞতা আমাদের বাস্তব জীবনে প্রতিফলিত হচ্ছে। যা আমাদের কাছে এক পরম পাওনা। সত্যি কথা বলতে কী, আমরা শ্রোতারা রেডিও তেহরানকে আল্লাহর এক অশেষ রহমতরূপে পেয়েছি। আর সেই জন্যই তো রেডিও তেহরানের সম্প্রচারিত অনুষ্ঠানমালা আমরা না শুনে থাকতে পারি না। রেডিও তেহরানের অগ্রযাত্রা আরও সুন্দর হোক, সফল হোক এবং কন্টক মুক্ত হোক - এই শুভ কামনায় করছি।

রেডিও তেহরানের এক ঝাঁক চৌকস কর্মীবাহিনীকে অজস্র ধন্যবাদ ও সাদর অভিনন্দন জানিয়ে আজকের মত এখানেই যবনিকাপাত করছি। শুভেচ্ছান্তে -

 

রেডিও তেহরানের সিনিয়র শ্রোতাবন্ধু -

 

মোখলেছুর রহমান,

খাদিমপুর বাজার,পোঃ বহলবাড়িয়া,

কুষ্টিয়া- ৭০৩০, বাংলাদেশ॥

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৪

ট্যাগ