শ্রোতাদের মতামত
'প্রিয়জনে মনির খানের কণ্ঠে ফিলিস্তিন বিষয়ক গানটি হৃদয়কে নাড়া দিয়েছে'
জনাব, আমার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানবেন। চিঠিপত্রের আসর প্রিয়জন রেডিও তেহরান বাংলা বিভাগের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান। আমরা সারা সপ্তাহ ধরে এ অনুষ্ঠানটি শোনার অপেক্ষায় থাকি।
২০ নভেম্বর, সোমবার প্রচারিত প্রিয়জন উপস্থাপনায় ছিলেন গাজী আব্দুর রশিদ, আকতার জাহান ও আশরাফুর রহমান। তাঁদের তিনজনের সাবলীল উপস্থাপনায় প্রিয়জন সত্যিকার অর্থেই প্রিয়জন হিসেবে আমাদের কাছে ধরা দিয়েছে। চমৎকার আড্ডা আর গানে সময় কেটেছে দ্রুত।
অনুষ্ঠানের শুরুতে হযরত আলী (আ.)-এর একটি বাণী প্রচার করা হয়। নামাজের গুরুত্ব সম্পর্কে তাঁর বাণীটি আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করতে সহায়ক হবে। এ বাণীটি শোনার পর কোন মুসলমানই নামাজ কায়েম না করে থাকতে পারবেন না।
প্রিয়জনে আজ যাদের চিঠি ছিল তারা হলেন- আলী আহম্মেদ আরিফ, হিরামন সেখ, রেহানা খাতুন, মোবারক হোসেন ফনি, মান্নান আলী, মোছাঃ রওশন আরা লাবনী, দেবাশীষ ঘোপ, আব্দুল কুদ্দুস মাস্টার, শরিফা আক্তার পান্না (আমি নিজে), মোহাম্মদ হাফিজুর রহমান ও মুখলেছুর রহমান। তাদের সকলের চিঠিই ভালো লেগেছে, ভালো লেগেছে চিঠির প্রেক্ষিতে আপনাদের মন্তব্যগুলোও। এছাড়াও আজকের প্রিয়জনে একটি সাক্ষাৎকার প্রচারিত হয়। আর সাক্ষাৎকারটি ছিল জুলফিকার আলী লিটন ভাইয়ের। তার সাক্ষাৎকারও আমাদের ভালো লেগেছে।
প্রিয়জনে সবশেষে ছিল ফিলিস্তিন বিষয়ক গান। ফিলিস্তিনিদের নিয়ে মিল্টন খন্দকারের লেখা গানটি গেয়েছেন বিখ্যাত শিল্পী মনির খান। মনির খানের কণ্ঠে খানটি আমাদের হৃদয়কে নাড়া দিয়ে গেছে।
ধন্যবাদান্তে,
শরিফা আক্তার পান্না
অর্থ-সম্পাদক, আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ
ছায়াপ্রস্থ, ২০৬/১ খড়ম পট্টি, কিশোরগঞ্জ- ২৩০০, বাংলাদেশ।
পার্সটুডে/আশরাফুর রহমান/২১