রেডিও তেহরানের কয়েকটি প্রাত্যহিক ও সাপ্তাহিক অনুষ্ঠান সম্পর্কে মতামত
https://parstoday.ir/bn/news/letter-i132008-রেডিও_তেহরানের_কয়েকটি_প্রাত্যহিক_ও_সাপ্তাহিক_অনুষ্ঠান_সম্পর্কে_মতামত
মহাশয়, আশাকরি ভালো আছেন। ফেসবুক লাইভে তেহরান বেতারের অনুষ্ঠান নিয়মিত শুনছি। সব ধরনের অনুষ্ঠান আমার কাছে প্রিয়। সেজন্য নিয়মিত সব ধরনের অনুষ্ঠান শুনি। আজকের চিঠিতে কয়েকটি প্রাত্যহিক ও সাপ্তাহিক অনুষ্ঠান সম্পর্কে মতামত তুলে ধরছি।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ডিসেম্বর ১২, ২০২৩ ১৯:১০ Asia/Dhaka
  • রেডিও তেহরানের কয়েকটি প্রাত্যহিক ও সাপ্তাহিক অনুষ্ঠান সম্পর্কে মতামত

মহাশয়, আশাকরি ভালো আছেন। ফেসবুক লাইভে তেহরান বেতারের অনুষ্ঠান নিয়মিত শুনছি। সব ধরনের অনুষ্ঠান আমার কাছে প্রিয়। সেজন্য নিয়মিত সব ধরনের অনুষ্ঠান শুনি। আজকের চিঠিতে কয়েকটি প্রাত্যহিক ও সাপ্তাহিক অনুষ্ঠান সম্পর্কে মতামত তুলে ধরছি।

বিশ্বসংবাদ: বিশ্বসংবাদ নিয়মিত শুনলে উপমহাদেশের ঘটনা ছাড়াও বিশ্বের বিভিন্ন টাটকা ও তাজা সংবাদ আমরা জানতে পারি। 

দৃষ্টিপাত: এই অনুষ্ঠান থেকে এখন দখলদার বাহিনীর গাজা আক্রমণের উপর এবং বাংলাদেশের বিভিন্ন ঘটনাবলীর উপর সংবাদভাষ্য শুনে চলেছি।

কথাবার্তা: এই অনুষ্ঠানে দুই বাংলার জনপ্রিয় দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণ থেকে সংবাদ শিরোনাম ও বিশেষজ্ঞদের বিশ্লেষণ শুনি। এখানে উল্লেখ্য, মাঝে মাঝে সংবাদপত্র উল্লেখ করে সংক্ষিপ্ত সংবাদ পড়ে শোনালেও বিস্তারিত সংবাদে উল্লেখহীন কোন সংবাদপত্রের থেকে বিস্তারিত সংবাদ পাঠ করা হয়। উদাহরণ, গত ৪ঠা ডিসেম্বর সংবাদ প্রতিদিন থেকে বিস্তারিত সংবাদ পাঠ করা হলেও অনুষ্ঠানের শুরুতে এই পত্রিকাটির নাম ছিল না।

প্রিয়জন: এই অনুষ্ঠানে ৪ঠা ডিসেম্বর মোট নয়জন শ্রোতাবন্ধুর চিঠি/মেইল নিয়ে আলোচনা করা হলো। তারমধ্যে শেষোক্ত মেইলটি ছিল আমার। এদিন কোন চিঠি/মেইলের প্রাপ্তিস্বীকার করা হয়নি। তবে কিশোরগঞ্জের আল মামুন সজিবের সাক্ষাৎকার পরিবেশিত হয়, সবশেষে শোনানো হয় সঙ্গীত।

গল্প ও প্রবাদের গল্প: অনুষ্ঠানটি আমার বড় প্রিয়, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রচীন ইরানী প্রবাদের গল্পের স্বাদ গ্রহণ করি। ৫ ডিসেম্বর তেমনি গল্প মূল্য বা বেতনের হেরফের বিনা কারণে হয় না শিরোনামে ব্যবসায়ী ও তার দুই কর্মচারীর কাহিনী শুনলাম।

অমর কিংবদন্তি ওমর খৈয়াম: অনুষ্ঠানটি সবে শুরু হয়েছে। ওমর খৈয়াম গণিতবেত্তা, দার্শনিক, জ্যোতির্বিদ ছাড়াও তাঁর আর একটি বড় পরিচয় তিনি একজন কবি। মূলতঃ আমরা কবি বলেই জানি। তাঁর নাম গিয়াসউদ্দিন আবুল ফাতেহ ওমর ইবনে ইব্রাহিম আলী খৈয়াম নিশাপুরি। তিনি "ওমরের রুবাইয়াত" নামে কবিতা সমগ্রের জন্য অধিকতর বিখ্যাত। কবি প্রতিভার আড়ালে তাঁর গাণিতিক ও দার্শনিক ভূমিকা অনেকখানি ঢাকা পড়েছে। গণিতে তাঁর বিশ্লেষনী জ্যামিতি আবিষ্কার, গণিতের দ্বিপদী উপপাদ্য আবিষ্কার, বীজগণিতের ত্রিঘাত সমীকরণের সমাধান তিনিই প্রথম করেন। মধ্যযুগের মুসলিম মনীষা জামাকসারি ওমর খৈয়ামকে "বিশ্ব দার্শনিক" হিসাবে বর্ণনা করেন। আসলেই তাঁর অগাধ পাণ্ডিত্য বিশ্বজনীন। আমার বিশেষভাবে অনুরোধ প্রতি সপ্তাহে যখন ওমর খৈয়ামের অনুষ্ঠান শুরু করবেন তখন তাঁর কবিতা পড়ে শুরু করবেন। 

 

নমষ্কারান্তে

তপতী সরকার

হটুদেওয়ান নাগেরপাড়া

পোস্ট: বর্ধমান, জেলা: পূর্ব বর্ধমান

পশ্চিমবঙ্গ, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১২