শ্রোতাদের মতামত
যেসব কারণে রেডিও তেহরান অনন্য
মহোদয়, রেডিও তেহরান-এর বাংলা বিভাগের সমস্ত কলাকুশলীদের সান্ধ্য অধিবেশনে জানাই বসন্তের বাসন্তী শুভেচ্ছা। রেডিও তেহরান সমস্ত নিপীড়িত, নিষ্পেষিত, বঞ্চিত মানুষের কণ্ঠস্বর। সমস্ত মানুষের প্রাণের স্পন্দন। সবসময় ধ্বনিত করে চলেছে প্রতিটি কণ্ঠস্বর, যে কণ্ঠস্বর ছড়িয়ে যেতে চায় বিশ্বের প্রতিটি প্রান্তে। জানান দিতে চায় সাম্রাজ্যবাদী শক্তিগুলোর মুখোশের আড়ালে লুকানো রূপ।
বিশ্বের যেকোনো গণমাধ্যমের চেয়ে নিজস্ব নিরপেক্ষ ব্যতিক্রমী স্বকীয়তা থাকায় রেডিও তেহরান সত্যিই অনন্য। তাই রেডিও তেহরান ছাড়া মনের চাহিদা মেটে না। রেডিও তেহরান আধুনিক বিশ্বকে পথ দেখিয়ে নিয়ে যাবে এ আমার দৃঢ় বিশ্বাস।
২৪ জানুয়ারির বিশ্বসংবাদের পর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনতে শুনতে মন একটাই কথা বলল যে, পৃথিবীর সমস্ত নিউজ চ্যানেল যেখানে নিজেকে বিকিয়ে দিয়ে নিরপেক্ষ সংবাদ পরিবেশনে ব্যর্থ হয়েছে সেখানে একমাত্র রেডিও তেহরান তার নিজস্ব গতিতে এগিয়ে চলছে। বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, কথাবার্তা তিনটি অনুষ্ঠান না শুনলে পৃথিবীর খবর, ভারত ও বাংলাদেশের খবর কিছুই সঠিকভাবে জানা যাবে না।
রেডিও তেহরান-এর কোনো বিকল্প নেই। আগামী দিনে রেডিও তেহরান-এর সাফল্য কামনা করে এবং সাথে যুক্ত থাকার আশা নিয়ে এখানেই শেষ করছি।
প্রেরক:
আজাদ পাওয়ার বিশ্বাস
গ্রাম: ছাতুমারা, পোস্ট: শ্যামনগর।
থানা: নওদা, জেলা: মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।
পার্সটুডে/আশরাফুর রহমান/১৬