শ্রোতাদের মতামত
'রেডিও তেহরানের অনুষ্ঠানগুলো আমাকে চুম্বকের মত আকর্ষিত করে'
প্রিয় জনাব/জনাবা, পত্রের প্রথমেই আমার সালাম ও শুভেচ্ছা নিবেন। আশা রাখি আপনারা সবাই সুস্থ শরীরে ভালো ও কুশলেই আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।
প্রতিদিনের মত ১ মে তারিখেও আমি যথারীতি রেডিও তেহরানের প্রচারিত প্রতিটি অনুষ্ঠান অত্যন্ত ধৈর্য ও মনোযোগ সহকারে শ্রবণ করেছি। দেখতে দেখতে ২০২৪ সালের চারটি মাস পেরিয়ে গেল কিন্তু বিগত চার মাসের মধ্যে একটি দিনের জন্যেও প্রিয় বেতারের সম্প্রচারিত অনুষ্ঠান শোনা থেকে বাদ পড়ে নাই! সেই সাথে রিসিপশন রিপোর্টসহ প্রতিদিন একটি করে চিঠি লিখে গেছি। সব কিছুই করেছি মনের ভালোবাসার টানে।
রেডিও তেহরানের প্রচারিত চলমান বিশ্বের ঘটনা প্রবাহের তরতাজ, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ খবরা-খবর, শিক্ষণীয়, জ্ঞানবর্ধক, সময়োপযোগী, মনোগ্রাহী ত্রুটিমুক্ত অনুষ্ঠানগুলো আমাকে এতোটাই চুম্বকের মত আকর্ষিত করে, যা না শুনে আমি মোটেও স্থির থাকতে পারি না। শুধু কি তাই, পার্সটুডেতে প্রকাশিত চমৎকার তথ্যবহুল ফিচারগুলো পড়ে গাজা উপত্যকায় দখলদার ইহুদিবাদী ইসরাইলের বর্বরোচিত যুদ্ধের কাহিনী, মধ্যপ্রাচ্য বিষয়ক উত্তেজনা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সম্পর্কে, আমেরিকা ও ইউরোপে গাজা যুদ্ধের উত্তেজনাসহ ভারত-বাংলাদেশের রাজনৈতিক পরিস্থির উপর প্রতিবেদনগুলো পড়ে আমার ভীষণ ভালো লাগে।
এবার আসা যাক, ১ মে তারিখে আপনাদের প্রচারিত ও পরিবেশিত অনুষ্ঠানের শুরুতে ইরানের জাতীয় সঙ্গীত, পবিত্র কুরআনের সূরা বাক্বারার ২০৪-২০৬ নং আয়াতের তেলায়ত ও তর্জমা, রেজওয়ান হোসেন ভাইয়ের পরিবেশনায় বিশ্ব সংবাদ, দৃষ্টিপাতে সুপ্রিয় আশরাফুর রহমান ভাইয়ের চমৎকার পরিবেশনায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা ইমাম খামানেয়ী ছিলেন ইহুদিবাদীদের বিরুদ্ধে লড়াইয়ের অগ্রনায়ক- সম্পর্কে পর্যালোচনাটি শুনে আমার ভালো লেগেছে।
ওইদিন প্রচারিত সাপ্তাহিক স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান "স্বাস্থ্য কথা" নামক (পুন:প্রচারিত শেষ পর্ব) অনুষ্ঠানটি, সাপ্তাহিক "জীবনশৈলী" এবং অধিবেশনের শেষ আয়োজন সাপ্তাহিক 'প্রাচ্যবিদদের চোখে মহানবী (সা.)' শুনে আমি দারুণভাবে বিমোহিত হয়েছি।
তথ্যসমৃদ্ধ, শিক্ষণীয়, জ্ঞানগর্ভ, সময়োপযোগী, মনমাতানো ত্রুটিমুক্ত অনুষ্ঠানগুলো আমাদের সম্মুখে উপহার দেওয়ার জন্য প্রিয় বেতারের নিরলস কর্মী ভাই-বোনকে সাদর অভিনন্দন ও আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মত এখানেই যবনিকা টানছি। আল্লাহ হাফেজ।
আপনাদেরই প্রীতিমুগ্ধ সিনিয়র শ্রোতা
মোখলেছুর রহমান
খাদিমপুর বজার
জেলা: কুষ্টিয়া, বাংলাদেশ।
পার্সটুডে/আশরাফুর রহমান/৬