সেপ্টেম্বর মাসের অ্যাকটিভ লিসেনার্স অ্যাওয়ার্ডস পেলেন রংপুর বিভাগের ৪ শ্রোতা
https://parstoday.ir/bn/news/quiz-i128652-সেপ্টেম্বর_মাসের_অ্যাকটিভ_লিসেনার্স_অ্যাওয়ার্ডস_পেলেন_রংপুর_বিভাগের_৪_শ্রোতা
আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ'র রংপুর বিভাগীয় কমিটির চারজন সক্রিয় সদস্য চলতি মাসের (সেপ্টেম্বর-২০২৩) অ্যাকটিভ লিসেনার্স অ্যাওয়ার্ডস-এর জন্য নির্বাচিত হয়েছেন। ক্লাবের মেসেঞ্জার গ্রুপে সক্রিয় ৫১ জন সদস্যের মধ্যে লটারির মাধ্যমে তাদেরকে নির্বাচিত করা হয়েছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
সেপ্টেম্বর ২৭, ২০২৩ ২৩:৩৮ Asia/Dhaka
  • সেপ্টেম্বর মাসের অ্যাকটিভ লিসেনার্স অ্যাওয়ার্ডস পেলেন রংপুর বিভাগের ৪ শ্রোতা

আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ'র রংপুর বিভাগীয় কমিটির চারজন সক্রিয় সদস্য চলতি মাসের (সেপ্টেম্বর-২০২৩) অ্যাকটিভ লিসেনার্স অ্যাওয়ার্ডস-এর জন্য নির্বাচিত হয়েছেন। ক্লাবের মেসেঞ্জার গ্রুপে সক্রিয় ৫১ জন সদস্যের মধ্যে লটারির মাধ্যমে তাদেরকে নির্বাচিত করা হয়েছে।

সেপ্টেম্বর মাসে বিজয়ীরা হলেন- মহিলা বিষয়ক সম্পাদক নুরজাহান সুমি, সহ- ধর্মীয় সম্পাদক ঠাকুর প্রসাদ রায়, মহিলা বিষয়ক সহ- সম্পাদক ফাতেমা নাজনীন এবং কার্যকরী সদস্য মোঃ উজ্জ্বল ইসলাম।

উল্লেখ্য, রংপুর শহরের আহার হোটেল অডিটোরিয়ামে আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ ও রেডিও তেহরান বাংলা'র ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে গত ৭ জুলাই তারিখে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে  আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ রংপুর বিভাগীয় শাখার আত্মপ্রকাশ ঘটে। ওইদিন ক্লাবটির ৫১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটিরও উদ্বোধন করা হয়। এরপর ক্লাবের মেসেঞ্জার গ্রুপে ৫১ জন সক্রিয় সদস্য তাদের পদবী উল্লেখসহ স্ব স্ব পরিচয় প্রদান সাপেক্ষে লটারি মাধ্যমে তিন জনকে বিজয়ী করার সিদ্ধান্ত হয়। তবে ক্লাব সদস্যদের সক্রিয় তৎপরতার প্রতি লক্ষ্য রেখে কার্যনির্বাহী কমিটি তিনজনের পরিবর্তে চারজনকে পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নেন। 

'অ্যাকটিভ লিসেনার্স অ্যাওয়ার্ডস-২০২৩' শীর্ষক এই পুরস্কার চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে বলে ক্লাবের সেক্রেটারি আবদুল কুদ্দুস মাস্টার জানিয়েছেন।

এদিকে, আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ'র সভাপতি জাকারিয়া চৌধুরী যুবরাজ, সাধারণ সম্পাদক আবু তাহের, রংপুর বিভাগীয় শাখার সভাপতি ড. মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মাস্টার সেপ্টেম্বর মাসে বিজয়ীদের অভিনন্দন এবং অংশগ্রহণকারীদেরকে ধন্যবাদ জানিয়েছেন।# 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৭