কেন্দ্রীয় সরকারের পাঠানো টাকা লুট হয়েছে বাংলায় অভিযোগ দিলীপ ঘোষের
https://parstoday.ir/bn/news/uncategorised-i121742-কেন্দ্রীয়_সরকারের_পাঠানো_টাকা_লুট_হয়েছে_বাংলায়_অভিযোগ_দিলীপ_ঘোষের
বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ এমপি পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল সরকারকে নিশানা করে বলেছেন, কেন্দ্রীয় সরকারের পাঠানো টাকা লুট হয়েছে বাংলায়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ০৯, ২০২৩ ১৯:৪৪ Asia/Dhaka
  • দিলীপ ঘোষ (ফাইল ফটো)
    দিলীপ ঘোষ (ফাইল ফটো)

বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ এমপি পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল সরকারকে নিশানা করে বলেছেন, কেন্দ্রীয় সরকারের পাঠানো টাকা লুট হয়েছে বাংলায়।

তিনি আজ (রোববার) উত্তর দিনাজপুর জেলার করণদিঘী বিধানসভার অন্তর্গত রোসাখোয়া হাটে আয়োজিত এক জন সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন। তিনি বলেন,  বাংলায় ১০ থেকে ২০ লাখ টাকায় চাকরি বিক্রি হয়েছে। ১০০ দিনের প্রকল্পের কাজে দুর্নীতির জেরে টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। টাকা নিতে গেলে হিসাব দিতে হবে।'  

 বিজেপি নেতা দিলীপ ঘোষ আরও বলেন, মোদীজি বলেছেন, এক পরিবারকে বছরে  পাঁচ লাখ টাকা দেবো। পাঁচ লাখ টাকা অনেক, আমরা খরচ করতে পারি না।  আপনারা (চিকিৎসার জন্য) চেন্নাই যান,  কোলকাতায় যান হয়ে যাবে। আর   দিদিমণির ‘স্বাস্থ্যসাথী’ কার্ড তো শুধু বাংলায় চলে। তাও বেসরকারি হাসপাতাল নেয় না। আর মোদীজির ‘আয়ুষ্মান ভারত’ কার্ড সারা ভারতে চলে।'  

তিনি বলেন,  'যে ছেলেমেয়েরা লেখাপড়ায় ভাল, এসএসসি দিয়ে পাশ করেছে, চাকরিতে যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু পায়নি। কোথায় গেল চাকরি? প্রাইমারি থেকে হাইস্কুল, সর্বত্র ১০/১৫ লাখ টাকায় চাকরি বিক্রি হয়ে গেছে।'  সরকারি কর্মীদের  মহার্ঘ ভাতা ডিএ না বাড়ানো প্রসঙ্গেও রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এমপি।#

পার্সটুডে/এমএএইচ/জিএআর/৯