কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার
https://parstoday.ir/bn/news/uncategorised-i122070-কেন্দ্রীয়_স্বরাষ্ট্রমন্ত্রী_অমিত_শাহের_পদত্যাগ_দাবি_পশ্চিমবঙ্গের_মুখ্যমন্ত্রী_মমতার
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ (সোমবার) রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে ওই দাবি জানান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ১৭, ২০২৩ ১৭:২৪ Asia/Dhaka
  • কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ (সোমবার) রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে ওই দাবি জানান।

সম্প্রতি পশ্চিমবঙ্গ সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সিনিয়র নেতা অমিত শাহ। বীরভূমে দলীয় সভা থেকে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলকে নিশানা  করেন তিনি। গত (শুক্রবার) বীরভূমের সিউড়িতে বিজেপির সভা থেকে অমিত শাহ বলেন, ২০২৬ সালের আগেই বাংলার সরকার পড়ে যাবে। সেই সঙ্গে এই রাজ্য থেকে বিজেপিকে কমপক্ষে ৩৫ আসনে জিততে হবে বলেও মন্তব্য করেছিলেন তিনি। 

এ প্রসঙ্গে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, গত ১৪ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী বিজেপির মিটিং করতে এসেছিলেন। মিটিং তিনি করতেই পারেন। এটা তার বিশেষ অধিকার, স্বাধীনতা। তার দলের মিটিংয়ে তিনি দলের জন্য কী বলবেন সেটাও তার অধিকার। কিন্তু তিনি কখনোই সংবিধানের দায়িত্ব কাধে তুলে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়ে সংবিধানের অধিকার রক্ষার শপথ নিয়ে বলতে পারেন না যে, ৩৫ টা আসন পাবো, আর পেলেই আর অপেক্ষা করতে হবে না। বাংলার সরকার চলে যাবে। সরকার আর থাকবে না! তার মানে একটা স্বরাষ্ট্রমন্ত্রী চক্রান্ত করছেন, এ কথার মানে এটাই হয়।’  

মমতা বলেন, ‘একটা স্বরাষ্ট্রমন্ত্রীর এত ঔদ্ধত্য! তিনি দেশকে রক্ষা করার পরিবর্তে, গণতন্ত্রকে রক্ষা করার পরিবর্তে ফেডারেল কাঠামোকে রক্ষা করার পরিবর্তে, গণতন্ত্রকে রক্ষা করার পরিবর্তে, তিনি বলছেন একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে তিনি ভেঙে দেবেন! কোন আইনে তিনি ভাঙতে পারেন?’

‘আমরা স্পষ্ট বলতে চাই, এ কথা বলার কোনও অধিকার তার নেই। এ কথা বলবার পর স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তার থাকবার কোনও অধিকার নেই। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি’ বলেও মন্তব্য করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।#

পার্সটুডে/এমএএইচ/জিএআর/১৭