নিরীহ জনগণ যেন পুলিশের হয়রানির শিকার না হয় : প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/uncategorised-i67841-নিরীহ_জনগণ_যেন_পুলিশের_হয়রানির_শিকার_না_হয়_প্রধানমন্ত্রী
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৪ ফেব্রয়ারি সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ফেব্রুয়ারি ০৪, ২০১৯ ১৫:২৭ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৪ ফেব্রয়ারি সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম

  • নিরীহ জনগণ যেন পুলিশের হয়রানির শিকার না হয় : প্রধানমন্ত্রী--দৈনিক ইত্তেফাক
  • ফিরিয়ে দাও জাহালমের তিনটি বছর-দৈনিক প্রথম আলো
  • জাহালমের ঘটনায় ‘ক্রিমিনাল অ্যাডমিনিস্ট্রেশনের’ ছবি ভেসে উঠেছে: বিএনপি- দৈনিক যুগান্তর
  • চট্টগ্রামে চিকিৎসকের আত্মহত্যা-স্ত্রী মিতু ৩ দিনের রিমান্ডে-দৈনিক মানবজমিন
  • খাবার লবণের আদলে 'ইন্ডাস্ট্রিয়াল সল্ট’ যাচ্ছে মানুষের পেটে- দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • পুলিশ-সিবিআই সংঘাত চরমে, জেলায় জেলায় অবরোধ-বিক্ষোভ তৃণমূলের -দৈনিক সংবাদ প্রতিদিন
  • কেন্দ্রের প্রতিহিংসামূলক আচরণ মেনে নেব না, ধর্না মঞ্চ থেকে হুঁশিয়ারি মমতার-দৈনিক আজকাল
  • সিবিআই-পুলিশ সংঘাত নিয়ে উত্তাল সংসদ, একযোগে কেন্দ্রকে আক্রমণ বিরোধীদের-দৈনিক আনন্দবাজার

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

নিরীহ জনগণ যেন পুলিশের হয়রানির শিকার না হয় : প্রধানমন্ত্রী-দৈনিক প্রথম আলো

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

কোনো নিরীহ জনগণ যেন হয়রানির শিকার না হয়, সে ব্যাপারে পুলিশ সদস্যদের সতর্ক করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে ‘পুলিশ সপ্তাহ’র উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ দিন সকাল ১০টায় বর্ণাঢ্য বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, আপনারা দেশের বিভিন্ন পরিবার থেকে এসেছেন। মানুষের নিরাপত্তা নিশ্চিত করা মানে আপনাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করা আপনাদের দায়িত্ব। আপনাদের হাতে কোনো নিরীহ জনগণ যেন নির্যাতন বা হয়রানীর শিকার না হয়। বরং কেউ হয়রানি হলে আপনারা তাদের সর্বোচ্চ সহায়তা দেবেন। এটাই আপনাদের কর্তব্য।

শান্তিরক্ষা, জঙ্গি দমন ও মাদক নির্মূলে পুলিশের ভূমিকার প্রশংসা করে তা অব্যাহত রাখার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, শান্তিরক্ষা মিশনে বহির্বিশ্বে প্রশংসা কুড়িয়েছে পুলিশ। জঙ্গি দমনে বাংলাদেশ এখন বিশ্বের জন্য রোল মডেলে। মাদক নির্মূলে চলমান অভিযান অব্যাহত রাখতে হবে।

ফিরিয়ে দাও জাহালমের তিনটি বছর-দৈনিক প্রথম আলো

টাঙ্গাইলের জাহালম একজন পাটকলশ্রমিক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাজ কেউ দুর্নীতি করলে তাকে বিচারের জন্য সোপর্দ করা। সে জন্য দুদক সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে পারে, তথ্য-প্রমাণের ভিত্তিতে তার নামে মামলা করতে পারে; এমনকি সেই মামলায় যাতে দুর্নীতিবাজের বিচার হয়, সে বিষয় আইনি লড়াই চালিয়ে যাওয়াও তাদের দায়িত্বের মধ্যে পড়ে। তবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ছাড়া দুদকের মামলায় চূড়ান্ত বিচারে দণ্ডিত হয়েছে, এ রকম উদাহরণ খুব বেশি নেই।

টাঙ্গাইলের জাহালম একজন পাটকলশ্রমিক। গরিব মানুষ। যিনি কোনো দিন ব্যাংকের কাছ থেকে ঋণ নেননি, তাঁর আর্থিক যে অবস্থা, তাতে হয়তো তাঁর নিজের ব্যাংক অ্যাকাউন্ট আছে কি না, সে বিষয়েও সন্দেহ আছে। তারপরও দুদক তাঁকে ভয়ংকর ঋণখেলাপি হিসেবে চিহ্নিত করে ৩৩টি মামলা দিয়েছে। আর সেই মামলায় তাঁকে তিন বছর বিনা বিচারে জেলে আটকও থাকতে হয়েছে। সোনালি ব্যাংক থেকে সাড়ে ১৮ কোটি টাকা ঋণ নিয়েছিলেন আবু সালেক নামের এক লোক। কিন্তু দুদক সালেকের স্থলে জাহালমকে জেলে ঢুকিয়ে বলেছে, তুমিই অপরাধী।

Image Caption

জাহালম যতই বলেছেন, ‘আমি সালেক না, আমি কোনো ব্যাংক থেকে ঋণ নিইনি।’ কিন্তু দুদক ও পুলিশ জোর দিয়ে বলেছে, ‘না, তুমিই সালেক, তোমাকেই জেল খাটতে হবে। শাস্তি পেতে হবে।’ দুদক বড় বড় দুর্নীতিবাজকে ধরতে পারে না, কিন্তু জাহালমের মতো নিরীহ মানুষকে জেল খাটাতে পারে। এই না হলে স্বাধীন দুর্নীতি দমন কমিশন!

অভিমত-দুদকের গাফিলতির শিকার জাহালম-দৈনিক প্রথম আলো

সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিক

সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিক বলেছেন, মাননীয় আদালতের আদেশে দেশবাসী স্বস্তির নিশ্বাস ফেলেছে। জাহালমের প্রতি ভীষণ অন্যায় করা হয়েছিল। অনেক দেরিতে হলেও আদালতের উদ্যোগে তাঁর একটা প্রতিকার মিলেছে। এই অন্যায়টা যাঁরা আদালতের দৃষ্টিতে এনেছেন, আদালতকে সাহায্য করেছেন, সবাই প্রশংসার দাবিদার।

কিন্তু মনটা সম্পূর্ণ ভরেনি। জাহালমের জীবন থেকে হারিয়ে যাওয়া বছরগুলো কেউ তাঁকে ফিরিয়ে দিতে পারবে না। তবে এ রকম অন্যায়, অবিচার হলে পরে সেটি শোধরানো হয় এবং অবশ্যম্ভাবীভাবে অন্যায়ের শিকার ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে রাষ্ট্র অর্থসাহায্য দিয়ে কিছুটা হলেও তাঁর অপূরণীয় ক্ষতি ঘোচানোর চেষ্টা করে। ভালো হতো কোনো আইনজীবী যদি জাহালমের পক্ষে আপাতত কিছু ক্ষতিপূরণ চাইতেন। আমার বিশ্বাস, আদালত তখন এককালীন ক্ষতিপূরণের আদেশ দিতেন।

অবিলম্বে কিছু ক্ষতিপূরণ পাওয়ার অধিকার জাহালমের নিঃসন্দেহে আছে। আমার ধারণা, এই সপ্তাহেই আদালতে গিয়ে তাঁর জন্য কেউ এককালীন ক্ষতিপূরণের দরখাস্ত করলে সেটা আদালত নিশ্চয়ই বিবেচনায় নেবেন। বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনের (দুদক) গাফিলতি অনেক। জাহালমের ঘটনায় সেটি খুব স্পষ্ট হয়ে উঠেছে।

জাহালমের ঘটনায় ‘ক্রিমিনাল অ্যাডমিনিস্ট্রেশনের’ ছবি ভেসে উঠেছে: বিএনপি-দৈনিক যুগান্তর

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

দুদকের ভুলে পাটকল শ্রমিক জাহালমের তিন বছর কারাভোগের ঘটনায় দেশে ‘ক্রিমিনাল অ্যাডমিনিস্ট্রেশনের’ ছবিই ভেসে উঠেছে বলে মন্তব্য করেছে বিএনপি। দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা সরকারের প্রতিহিংসা বাস্তবায়নের অত্যাচারী মেশিন ছাড়া আর কিছুই নয় বলেও মন্তব্য করেছে দলটি।

সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলেনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ মন্তব্য করেন।

তিনি বলেন, দুদকের ভুলে তিন বছর পর কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন জাহালম। নির্দোষ জাহালম এতদিন কারাগারে ছিলেন শুধু আওয়ামী সরকারের ক্ষমতা-আশ্রিত দুদকের রাজনৈতিক ভূমিকার কারণে। তিনি আরও বলেন, বর্তমান দুর্নীতি দমন কমিশনে আসীন ঊর্ধ্বতন কর্মকর্তারা সরকারের প্রতিহিংসা বাস্তবায়নের অত্যাচারী মেশিন ছাড়া আর কিছুই নয়।

চট্টগ্রামে চিকিৎসকের আত্মহত্যা-স্ত্রী মিতু ৩ দিনের রিমান্ডে-দৈনিক মানবজমিন

মিতু রিমাণ্ডে

চট্টগ্রামে চিকিৎসক মোস্তফা মোরশেদ আকাশকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গ্রেপ্তার হওয়া স্ত্রী তানজিলা হক চৌধুরী মিতুকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের আবেদনের প্রেক্ষিতে আজ চট্টগ্রাম মহানগর হাকিম আল ইমরান খান পুলিশী হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য এ অনুমতি দেন। নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী মো. শাহাবুদ্দিন আহমেদ বলেন, তানজিলা হক চৌধুরী মিতুকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ডে নেয়ার আবেদন করেছিলেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত তিনদিন মঞ্জুর করেছেন। জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তাকে হাইকোর্টের আদেশ অনুসরণ করার অর্থাৎ নারী কনস্টেবল রাখার নির্দেশনা দিয়েছেন আদালত।

আজ পূর্বনির্ধারিত জামিন আবেদনের শুনানি হওয়ার কথা ছিল। তবে রিমান্ড মঞ্জুর হওয়ায় জামিন আবেদনের আর কার্যকারিতা নেই বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। স্ত্রীর সঙ্গে ঝগড়া করে গত বৃহস্পতিবার ভোরে নগরীর চান্দগাঁও থানা এলাকায় নিজ বাসায় শিরায় বিষপ্রয়োগ করে আত্মহত্যা করেন চিকিৎসক আকাশ। এর আগে তিনি স্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে ফেসবুকে অভিমানী স্ট্যাটাস  দেন। একইদিন রাতে নগরীর নন্দনকানন এলাকা থেকে মিতুকে গ্রেপ্তার করে পুলিশ।।

খাবার লবণের আদলে 'ইন্ডাস্ট্রিয়াল সল্ট’ যাচ্ছে মানুষের পেটে-দৈনিক নয়া দিগন্ত

'ইন্ডাস্ট্রিয়াল সল্ট

ডাইং ফ্যাক্টরিতে ব্যবহারের জন্য আমদানি করা 'ইন্ডাস্ট্রিয়াল সল্ট'কে খাবার লবণ হিসেবে বাজারজাত করছে নারায়ণগঞ্জের একটি শক্তিশালী সিন্ডিকেট। আমদানীকৃত শিল্প লবণকে সাধারণ খাবার লবণের সঙ্গে মিশ্রনের মাধ্যমে খাবার লবণ হিসেবে বাজারজাত করছে এরা ।

এতে করে সাধারণ মানুষ রয়েছে চরম স্বাস্থ্য ঝুঁকিতে। নারায়ণগঞ্জে থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলে সরবরাহ করা এসব লবণ না জেনেই বেশী ব্যবহার করছে ভোক্তারা। অসাধু সিন্ডিকেটের এমন কারসাজিতে দেশে উৎপাদিত লবণের বিক্রি কমে যাচ্ছে। ভরা মৌসুমেও নারায়ণগঞ্জের লবণ মিলগুলো চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। আয় কমে গেছে লবণ শ্রমিকদের।

সংশ্নিষ্টরা বলছেন, এর দীর্ঘমেয়াদি প্রভাব পড়বে কক্সবাজারের কয়েক লাখ লবণ শ্রমিক আর নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে থাকা লবণ মিল ও মিলের শ্রমিকদের ওপর।

চিকিৎসকরা বলছেন, শিল্প লবণের কারণে মানবদেহে কিডনী ও লিভার ড্যামেজসহ নানা ধরনের জটিল রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।এ লবণকে মাদকের চেয়েও ক্ষতিকর বিষ বলে মন্তব্য করেছেন লবণ ব্যবসায়ীরা।

নারায়ণগঞ্জ লবণ আড়ৎদার সমিতির সাধারণ সম্পাদক সাইদুর হক লিপন জানান, চিটাগাংয়ের একটি শক্তিশালী সিন্ডিকেটের মাধ্যমে প্রতিদিনই ২০ থেকে ২৫টি ট্রাকভর্তি ইন্ডাস্ট্রিয়াল লবণ নারায়ণগঞ্জে আসছে। পরে নারায়ণগঞ্জের বিভিন্ন কারখানায় ও গোডাউনে বস্তা খুলে বিভিন্ন খাবার লবণের ব্র্যান্ডের নামে ছোট ছোট প্যাকেটে ভরে ফেলা হয়। এসব লবণ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়।

লবণ ব্যবসায়িরা বলছেন, ইন্ডাস্ট্রিয়াল লবণ দেখতে রিফাইন করা খাবার লবণের মতোই সাদা। তাই এটি আমাদনী করার পরপর বস্তা খুলেই ছোট ছোট প্যাকেটে ভরে বাজারজাত করা যায়। রিফাইন করতে হয়না। ফলে রিফাইন করা বাবদ টাকা বেঁচে যায়। ফলে এটি খুচরা বাজারে খাবার লবণের চাইতে কেজি প্রতি দশ থেকে বারো টাকা কমে বিক্রি করা যায়। এসকল লবণ সাধারণত জামালপুর, দিনাজপুর, রংপুরসহ বিভিন্ন মফস্বল এলাকাগুলোতে সরবরাহ করা হয়ে থাকে।

জানা গেছে, এই লবণ মানবদেহের জন্য ক্ষতিকর। দেশি লবণ চাষ করার পর এটির রঙ থাকে লালচে। লবণ মিলে এটি রিফাইন করার পর রঙ সাদা হয়। ইন্ডাস্ট্রিয়াল লবণ বা গ্লোবাল সল্টের সুবিধা হচ্ছে এটি দেখতে রিফাইন করা খাবার লবণের মতোই সাদা। রিফাইন করতে হয় না বলে এটাতে খরচ বেঁচে যায়। এ জন্য খুচরা বাজারে খাবার লবণের চাইতে কেজিপ্রতি ১০ থেকে ১২ টাকা কমে এটা বিক্রি করা যায়। দাম কম হওয়ায় এ লবণ ইতিমধ্যে বাজারে জনপ্রিয় হয়ে উঠেছে।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) হিসাব অনুযায়ী, দেশে ভোজ্য লবণের চাহিদা ১৬ থেকে ১৭ লাখ টন, শিল্প লবণের চাহিদা ৩ লাখ ৮৩ হাজার টন। কিন্তু গত অর্থবছর দেশে শিল্পের কাঁচামাল হিসেবে ১৪ লাখ ৪০ হাজার ৭৫৮ টন লবণ আমদানি হয়েছে।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

সিবিআই-পুলিশ সংঘাত নিয়ে উত্তাল সংসদ, একযোগে কেন্দ্রকে আক্রমণ বিরোধীদের-দৈনিক আনন্দবাজার

রাজনাথ ও মমতা ব্যানার্জী

সারদা কেলেঙ্কারি তদন্তে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-সিবিআই ও পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশের বিরোধ নিয়ে সোমবার উত্তপ্ত হয়ে ওঠে ভারতের আইনসভা। উভয় কক্ষই বিরোধী দলগুলো একাট্টা হয়ে সিবিআই এর ভূমিকার নিন্দা জানায়। এ নিয়ে তারা আলোচনার দাবি করে। এই নিয়ে অচলাবস্থার জেরে সকালে সংসদের বৈঠক মুলতবিও করা হয়। পরে অধিবেশন শুরু হলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ঘটনাকে নজিরবিহীন বলে উল্লেখ করেন। তৃণমূল সাংসদ সৌগত রায় দাবি করেন, অভূতপূর্ব ঘটনার ব্যাখ্যা প্রধানমন্ত্রীকে সংসদে দিতে হবে। কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খড়গে বলেন, বিরোধী দলগুলিকে শেষ করার চেষ্টা হচ্ছে। বিরুদ্ধ স্বর উঠলেই সরকার তা প্রতিহত করার চেষ্টা করছে। রবিবার যা ঘটেছে তা শুধু পশ্চিমবঙ্গেই নয়, উত্তরপ্রদেশ-কর্নাটকেও এমন ঘটনা দেখা গিয়েছে।

কেন্দ্রের প্রতিহিংসামূলক আচরণ মেনে নেব না, ধর্না মঞ্চ থেকে হুঁশিয়ারি মমতার-দৈনিক আজকাল

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কৃষক সম্মেলনে সশরীরে উপস্থিত না থাকলেও, ধর্না মঞ্চ থেকেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে কৃষকদের পাশে সবসময় আছেন বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। রবিবার শহরে কেন্দ্র–রাজ্য সংঘাতের চাপান–উতোরে অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পুলিস কমিশনার রাজীব কুমারের পাশে দাঁড়াতে রবিবার রাত থেকেই অনশনে বসেছেন মুখ্যমন্ত্রী। তাই তিনি সোমবার কৃষক সম্মেলনে যোগ দিতে পারেননি। 

মমতা ব্যানার্জী এদিন ধর্না মঞ্চ থেকে বিজেপি সরকারকে তুলোধনা করে বলেন, ‘নরেন্দ্র মোদি সরকার রাজনৈতিকভাবে আমাদের প্রশাসনকে হেনস্থা করতে চাইছে। নোংরা রাজনীতি করতে নেমেছে কেন্দ্র। মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে তারা। প্রতিহিংসামূলক আচরণ মোদি সরকারের। এটা বরদাস্ত করা যাবে না।

পুলিশ-সিবিআই সংঘাত চরমে, জেলায় জেলায় অবরোধ-বিক্ষোভ তৃণমূলের-দৈনিক সংবাদ প্রতিদিন

রাত থেকে কলকাতার মেট্রো চ্যানেলে ধরনায় বসেছেন খোদ দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানার প্রতিবাদে সোমবার সকাল থেকে আন্দোলনে নামলেন তৃণমূলকর্মীরাও। হাওড়া-আমতা শাখা ও হুগলির তারকেশ্বরে চলল রেল অবরোধ। বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটিতে জাতীয় সড়ক অবরোধ করলেন শাসকদলের কর্মী-সমর্থকরা।

সিবিআই-পুলিশ সংঘাত চরমে। লাউডন স্ট্রিটের বাংলোয় পুলিশ কমিশনার রাজীব কুমারকে জেরা করতে গিয়ে বাধা পেয়েছেন সিবিআই আধিকারিকরা। ঘটনার প্রতিবাদে রাত থেকে শহরের মেট্রো চ্যানেলে অনির্দিষ্টকালের জন্য ধরনায় বসেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ধরনা মঞ্চে হাজির মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী অরূপ বিশ্বাস, রাজীব বন্দ্যোপাধ্যায়রা। সোমবার সকাল থেকে ধরনা মঞ্চের সামনে ভিড় করতে শুরু করেন শাসকদলের কর্মী-সমর্থকরা। এদিকে নজিরবিহীন সাংবিধানিক সংকটে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়েছেন দেশের অন্যন্য বিরোধী দলের নেতানেত্রীরাও। রাজ্যজুড়ে আন্দোলনে নেমেছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মীরাও।

রাজ্যে জরুরি অবস্থা চলছে’, মুখ্যমন্ত্রীকে আক্রমণ প্রকাশ জাভড়েকরের-দৈনিক সংবাদ প্রতিদিন

‘মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় বাংলায় জরুরি অবস্থা চলছে।’ পুলিশ-সিবিআই সংঘাতে কলকাতায় এসে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়ালেন বিজেপি নেতা ও  মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভড়েকর। সাম্প্রতিক পরিস্থিতিতে সোমবার দুপুরে রাজ্য বিজেপি দপ্তরে বৈঠক বসে দলের রাজ্য নেতৃত্ব। বৈঠকে হাজির ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর।

খোদ কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে হানা দিয়েছেন সিবিআই আধিকারিকরা। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে সংঘাতে জড়িয়েছে রাজ্য পুলিশ। শহরের মেট্রো চ্যানেলে অনির্দিষ্টকালের জন্য ধরনায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। মোদি সরকারের বিরুদ্ধে দেশে জরুরি অবস্থা জারির অভিযোগ তুলেছেন তিনি। আর তাতেই প্রমাদ গুনছে বঙ্গ বিজেপি। এ রাজ্যে একাধিক মামলায় নাম জড়িয়েছে গেরুয়া শিবিরের নেতাদের। রাজ্য বিজেপির আশঙ্কা, তাঁদের গ্রেপ্তার করতে পারে পুলিশ। এই যখন পরিস্থিতি, তখন রণকৌশল ঠিক করতে সোমবার দলের রাজ্য দপ্তরের জরুরি বৈঠকে বসেছিলেন রাজ্য বিজেপি নেতারা। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে সেই বৈঠকে যোগ দিতে কলকাতায় এসেছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। বিজেপি রাজ্য দপ্তরে সাংবাদিক বৈঠকও করেন তিনি। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রীর অভিযোগ, এ রাজ্যে সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়েছে। জরুরি অবস্থা চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৪