ইসরাইলের ওপর ব্যাপকভিত্তিক সাইবার হামলা চালিয়েছে ‘মুসার লাঠি’
https://parstoday.ir/bn/news/west_asia-i100050-ইসরাইলের_ওপর_ব্যাপকভিত্তিক_সাইবার_হামলা_চালিয়েছে_মুসার_লাঠি’
​​​​​​​মুসার লাঠি নামে একটি হ্যাকার গ্রুপ ঘোষণা করেছে যে, তারা সফলভাবে ইহুদিবাদী ইসরাইলের ওপরে বড়রকমের সাইবার হামলা চালিয়েছে। সংগঠনটি বলেছে, তারা ইসরাইলের বড় বড় কোম্পানির সার্ভার ভেঙে দিয়েছে এবং বর্তমানে তাদের হাতে ইসরাইলের গুরুত্বপূর্ণ স্থাপনার তথ্যচিত্র রয়েছে যা প্রকাশ করা হতে পারে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ১৫, ২০২১ ২০:৫৬ Asia/Dhaka
  • ইসরাইলের ওপর সাইবার হামলা
    ইসরাইলের ওপর সাইবার হামলা

​​​​​​​মুসার লাঠি নামে একটি হ্যাকার গ্রুপ ঘোষণা করেছে যে, তারা সফলভাবে ইহুদিবাদী ইসরাইলের ওপরে বড়রকমের সাইবার হামলা চালিয়েছে। সংগঠনটি বলেছে, তারা ইসরাইলের বড় বড় কোম্পানির সার্ভার ভেঙে দিয়েছে এবং বর্তমানে তাদের হাতে ইসরাইলের গুরুত্বপূর্ণ স্থাপনার তথ্যচিত্র রয়েছে যা প্রকাশ করা হতে পারে।

মুসার লাঠি গ্রুপটি আজ (সোমবার) জানিয়েছে, তারা ইসরাইলের বহুসংখ্যক প্রতিষ্ঠানকে লক্ষ্য করে সাইবার হামলা চালিয়েছে এবং অনেক গুরুত্বপূর্ণ স্থাপনার তথ্য তারা হাতিয়ে নিয়েছে। এরমধ্যে ইসরাইল জুড়ে তাদের মৌলিক সিস্টেমগুলোর অবস্থান ও বৈশিষ্ট্য সম্পর্কে তথ্যচিত্র রয়েছে

মুসার লাঠি জানিয়েছে, তাদের হাতে ইসরাইলের এয়ারবোর্ন ম্যাপিং সার্ভের তথ্য চলে এসেছে এবং ইহুদিবাদী ইসরাইলের সামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ ভবনের থ্রিডি ছবি রয়েছে

মুসার লাঠি আরো বলেছে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে যেসব স্থাপনার এরিয়াল ইমেজ পাওয়া কঠিন, তাদের হাতে এখন ইসরাইলের সেসব গুরুত্বপূর্ণ তথ্যও এসে পৌঁছেছে।#

পার্সটুডে/এসআইবি/১৫