বিনাবিচারে ৩ বছর কারাগারে থাকার পর মুক্তি পেলেন রাজকন্যা বাসামা
https://parstoday.ir/bn/news/west_asia-i102288-বিনাবিচারে_৩_বছর_কারাগারে_থাকার_পর_মুক্তি_পেলেন_রাজকন্যা_বাসামা
সৌদি আরবের রাজকন্যা বাসামা আলে সৌদ ও তার মেয়ে অবশেষে মুক্তি পেয়েছেন। বিনাবিচারে তিন বছর আটক রাখার পর তাকে মুক্তি দেওয়া হলো।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ০৯, ২০২২ ১৮:৪৩ Asia/Dhaka
  • বাসামা আলে সৌদ
    বাসামা আলে সৌদ

সৌদি আরবের রাজকন্যা বাসামা আলে সৌদ ও তার মেয়ে অবশেষে মুক্তি পেয়েছেন। বিনাবিচারে তিন বছর আটক রাখার পর তাকে মুক্তি দেওয়া হলো।

২০১৯ সালের মার্চ থেকে তিনি আটক ছিলেন। কোনো কোনো সূত্র বলছে, গত বৃহস্পতিবার তাকে মুক্তি দেওয়া হয়েছে।

মানবাধিকার সংস্থা এএলকিউএসটি ফর হিউম্যান রাইটস এক টুইটে বলেছে, বাসামা আলে সৌদ ও তার মেয়ে সুহোদ আশ-শারিফ আটকাবস্থাকে মুক্তি পেয়েছেন।

মানবাধিকার সংস্থাটি আরও বলেছে, শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ার পরও প্রয়োজনীয় চিকিৎসাসেবার জন্য এর আগে তাকে মুক্তি দেওয়া  হয়নি। যদিও এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগই আনা হয়নি।

অনেকে মনে করেন, রাজা ও যুবরাজের অন্যায় তৎপরতার সমালোচনা করার কারণেই তাকে আটক করা হয়েছিল। বর্তমান শাসক গোষ্ঠী তাকে সাবেক যুবরাজ মুহাম্মাদ বিন নায়েফের সমর্থক বলে মনে করে।

মুহাম্মাদ বিন সালমান যুবরাজ হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই ধরপাকড় অভিযান শুরু হয় সৌদি আরবে। এই অভিযানে অনেক প্রভাবশালী ব্যক্তিত্ব আটক হন।#  

পার্সটুডে/এসএ/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।