যৌথ ব্যাংক প্রতিষ্ঠা করবে ইরান ও সিরিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i102494-যৌথ_ব্যাংক_প্রতিষ্ঠা_করবে_ইরান_ও_সিরিয়া
ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং সিরিয়া একটি যৌথ ব্যাংক প্রতিষ্ঠার ব্যাপারে একমত হয়েছে। পাশাপাশি দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার জন্য বিশেষ মুক্ত বাণিজ্য অঞ্চল গঠন করা হবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ১৪, ২০২২ ১৩:০৬ Asia/Dhaka
  • যৌথ ব্যাংক প্রতিষ্ঠা করবে ইরান ও সিরিয়া
    যৌথ ব্যাংক প্রতিষ্ঠা করবে ইরান ও সিরিয়া

ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং সিরিয়া একটি যৌথ ব্যাংক প্রতিষ্ঠার ব্যাপারে একমত হয়েছে। পাশাপাশি দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার জন্য বিশেষ মুক্ত বাণিজ্য অঞ্চল গঠন করা হবে।

ইরানের পরিবহনমন্ত্রী রুস্তম কাসেমি সিরিয়ার সফর শেষে দেশে ফিরে গতকাল (বৃহস্পতিবার) এ কথা জানিয়েছেন। তিনি বলেন, এক দশকের যুদ্ধশেষে সিরিয়া ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এবং এজন্য ইরান ও সিরিয়া নিজেদের অর্থনৈতিক এবং বাণিজ্য সম্পর্ক উল্লেখযোগ্যভাবে বাড়াতে চলেছে।

ইরান ও সিরিয়ার মধ্যে দিন দিন বাণিজ্য বাড়ছে

রুস্তম কাসেমি বলেন, দামেস্ক সফরের সময় তিনি সিরিয়ার কর্তৃপক্ষের সঙ্গে যৌথ মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তোলার বিষয়ে আলোচনা করেছেন। মুক্ত বাণিজ্য অঞ্চল গঠনের বিষয়ে চূড়ান্ত চুক্তি করার জন্য ইরানের সরকারি কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল শিগগিরই সিরিয়ার সফর করবে।

ইরানের পরবিহনমন্ত্রী রুস্তম কাসেমি

২০১১ সাল থেকে সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের সহিংসতা শুরুর পর থেকে এ পর্যন্ত ইরান সবসময় দামেস্ক সরকারের পাশে রয়েছে। সিরিয়ার সন্ত্রাসবাদ মোকাবেলায় ইরান যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, তেমনি যুদ্ধবিধ্বস্ত দেশ গঠনের ব্যাপারে উল্লেখযোগ্য ভূমিকা রাখার চেষ্টা করছে।#

পার্সটুডে/এসআইবি/১৪