দুবাই টুর্নামেন্টে ইসরাইলি খেলোয়াড়কে বয়কট করলেন কুয়েতি টেনিস তারকা
https://parstoday.ir/bn/news/west_asia-i102834-দুবাই_টুর্নামেন্টে_ইসরাইলি_খেলোয়াড়কে_বয়কট_করলেন_কুয়েতি_টেনিস_তারকা
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠানরত একটি টুর্নামেন্ট থেকে কুয়েতের একজন টেনিস তারকা নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ২৩, ২০২২ ১৫:৪৭ Asia/Dhaka
  • দুবাই টুর্নামেন্টে ইসরাইলি খেলোয়াড়কে বয়কট করলেন কুয়েতি টেনিস তারকা

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠানরত একটি টুর্নামেন্ট থেকে কুয়েতের একজন টেনিস তারকা নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন।

কুয়েতের এই খেলোয়াড়ের বিপরীতে ইহুদিবাদী ইসরাইলের একজন খেলোয়াড়ের খেলার কথা ছিল। ইসরাইলের এই খেলোয়াড়কে এড়াতেই মূলত আমিরাতের টুর্নামেন্ট থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন কুয়েতের ওই টেনিস তারকা।

এ ঘটনাকে ইসরাইলের জন্য নতুন ধরনের বিপর্যয় বলে বিবেচনা করা হচ্ছে। এর আগে মুসলিম বিশ্বের আরো বহু খেলোয়াড় ইসরাইলি খেলোয়াড়দেরকে বয়কট করেছেন।

ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা এক রিপোর্টে জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠানরত একটি আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্ট থেকে কুয়েতের খেলোয়াড় মোহাম্মদ আল-আওয়াদি নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। টুর্নামেন্টের সেমিফাইনালে তিনি একজন ইসরাইলি খেলোয়াড়ের মুখোমুখি হতে যাচ্ছেন- এই তথ্য জানার পর তিনি টুর্নামেন্ট থেকে নিজেকে প্রত্যাহার করে নেন।

টোকিও অলিম্পিকে ইসরাইলি জুডো খেলোয়াড়কে বয়কট করেছিলেন আলজেরিয়ার খেলোয়াড় ফেতিহ নুরাইন

আল-আওয়াদির এ পদক্ষেপ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ব্যাপক প্রশংসিত হয়েছে। কুয়েতের এই কিশোর খেলোয়াড় দুবাইয়ে অনুষ্ঠানরত অনূর্ধ্ব ১৪ পেশাদার চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন।

কুয়েতি গণমাধ্যম জানিয়েছে, আল-আওয়াদি প্রথম ম্যাচে বিজয়ী হয়ে সেমিফাইনালে উঠেছিলেন। এরপরই তিনি জানতে পারেন, সেমিফাইনালে ইসরাইলের একজন খেলোয়াড়ের মুখোমুখি হতে হবে তাকে। এ তথ্য জানার পর তিনি টুর্নামেন্ট থেকে নিজেকে প্রত্যাহার করে নেন।

পারসিয়ান গাল্ফ স্কলার্স ইউনিয়নের সদস্য ইউসুফ আল-সানাদ টুইটারে লিখেছেন, “ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে কুয়েতের এই খেলোয়াড় এই টুর্নামেন্ট বয়কট এবং বর্ণবাদী ইসরাইলকে প্রত্যাখ্যান করেছেন।”

কুয়েতের জাতীয় সংসদের সদস্য ওসামা আল-শাহিন টুইটারে কুয়েতের ওই খেলোয়াড়কে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে পোস্ট দিয়েছেন। তিনেআল-আওয়াদিকে কুয়েতের বীর বলে অভিনন্দিত করেছেন।#

পার্সটুডে/এসআইবি/২৩