ইসরাইলি হামলার পরিণতি নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করল সিরিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i103632-ইসরাইলি_হামলার_পরিণতি_নিয়ে_হুঁশিয়ারি_উচ্চারণ_করল_সিরিয়া
সিরিয়ার রাজধানী দামেস্কের কাছাকাছি কয়েকটি অবস্থানে ইহুদিবাদী ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলার কঠোর নিন্দা জানিয়ে দামেস্ক সরকার এই হামলার পরিণতির ব্যাপারে তেল আবিবকে হুঁশিয়ার করে দিয়েছে। মঙ্গলবার রাতের ওই হামলায় সিরিয়ার কয়েকজন সেরা হতাহত হন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ১০, ২০২২ ১৩:৪২ Asia/Dhaka
  • সিরিয়ায় ইহুদিবাদী ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
    সিরিয়ায় ইহুদিবাদী ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা

সিরিয়ার রাজধানী দামেস্কের কাছাকাছি কয়েকটি অবস্থানে ইহুদিবাদী ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলার কঠোর নিন্দা জানিয়ে দামেস্ক সরকার এই হামলার পরিণতির ব্যাপারে তেল আবিবকে হুঁশিয়ার করে দিয়েছে। মঙ্গলবার রাতের ওই হামলায় সিরিয়ার কয়েকজন সেরা হতাহত হন।

গতকাল (বুধবার) এক বিবৃতিতে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ইহুদিবাদী ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলাকে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন বলে মন্তব্য করে। বিবৃতিতে আরো বলা হয়েছে "আন্তর্জাতিক সমাজের নীরবতা সুযোগ এবং আমেরিকার সমর্থন নিয়ে ইসরাইল সিরিয়ার ওপর হামলা অব্যাহত রেখেছে। এর বিরুদ্ধে সিরিয়ার সরকার ইহুদিবাদী ইসরাইলকে সতর্ক করছে।"
ইসরাইলের এ ধরনের হামলা আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি, স্থিতিশীলতা এবং নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, এধরনের কাপুরুষোচিত হামলার জন্য অপরাধীদেরকে মারাত্মক পরিণতি বরণ করতে হবে। ইসরাইলের এ সমস্ত হামলার যথাযথ জবাব দেয়ার বৈধ অধিকার সিরিয়ার রয়েছে।
মঙ্গলবার রাতে রাজধানী দামেস্কের কাছাকাছি কয়েকটি অবস্থান লক্ষ্য করে ইহুদিবাদী ইসরাইল কয়েকদফা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তবে এর বেশিরভাগই সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করতে সক্ষম হয়।#
পার্সটুডে/এসআইবি/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন