ফালুজা অভিযানে দায়েশের সিনিয়র কমান্ডার নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i10447-ফালুজা_অভিযানে_দায়েশের_সিনিয়র_কমান্ডার_নিহত
ইরাকের ফালুজা শহরে সামরিক বাহিনীর অভিযানে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের সিনিয়র এক কমান্ডার নিহত হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ২৭, ২০১৬ ০২:০১ Asia/Dhaka
  • ফালুজা অভিযানে দায়েশের সিনিয়র কমান্ডার নিহত

ইরাকের ফালুজা শহরে সামরিক বাহিনীর অভিযানে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের সিনিয়র এক কমান্ডার নিহত হয়েছে।

ইরাকি জয়েন্ট অপারেশন কমান্ড বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, বিমান বাহিনীর অভিযানে দায়েশের এ কমান্ডার নিহত হয়। অভিযানে অংশ নিয়েছে ইরাকের এমআই-২৮ ও বেল অ্যাটাক হেলিকপ্টার। এছাড়া, ইরাকের সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তা মেজর জেনারেল ইসমাইল আল-মাহলাউয়ি জানিয়েছে, সম্মিলিত বাহিনীর অভিযানে দায়েশের ১০০ চরমপন্থি সন্ত্রাসী নিহত ও বিস্ফোরক ভর্তি ১৮টি গাড়ি ধ্বংস হয়েছে।

ফালুজা শহরের কেন্দ্রস্থলের একটি রেস্টুরেন্টে দায়েশের উঁচু পর্যায়ের ওই কমান্ডার ও তার বহু সহযোগী খাবারের জন্য জড়ো হলে সেখানে হেলিকপ্টার থেকে হামলা চালানো হয়। দায়েশের এ কমান্ডার ফালুজার স্বঘোষিত গভর্নরের ডেপুটি হিসেবে কাজ করত বলে জানা গেছে। তবে তার বিস্তারিত পরিচয় যাওয়া যায় নি।

এদিকে, ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি দেশটির নিরাপত্তা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ফালুজা ও সেখানকার বেসামরিক লোকজনকে মুক্ত করার জন্য যেন তারা সব রকমের চেষ্টা করেন। এছাড়া, বুধবার ইরাকের প্রভাবশালী শিয়া আলেম আয়াতুল্লাহ আলী আল-সিস্তানি ফালুজা শহরে আটকে পড়া বেসামরিক লোকজনকে উদ্ধারের জন্য সামরিক অভিযানে নিযুক্ত লোকজনের প্রতি আহ্বান জানিয়েছেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৭