ইরানের কাছে জ্বালানি ঋণ ১০০ কোটি ডলারে নামিয়ে আনতে চায় ইরাক
https://parstoday.ir/bn/news/west_asia-i107408-ইরানের_কাছে_জ্বালানি_ঋণ_১০০_কোটি_ডলারে_নামিয়ে_আনতে_চায়_ইরাক
ইসলামি প্রজাতন্ত্র ইরানের একজন শীর্ষ পর্যায়ের ব্যবসায়ী বলেছেন, ইরান থেকে বিদ্যুৎ কেনার জন্য প্রতিবেশী ইরাক তার ঋণ ১০০ কোটি ডলারে নামিয়ে আনতে চায়। সাম্প্রতিক বছরগুলোতে এই ঋণের পরিমাণ ৫০০ কোটি ডলার ছাড়িয়ে যায়।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
মে ০২, ২০২২ ১৩:০৭ Asia/Dhaka
  • ইরান থেকে ইরাকে বিদ্যুৎ রপ্তানি
    ইরান থেকে ইরাকে বিদ্যুৎ রপ্তানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের একজন শীর্ষ পর্যায়ের ব্যবসায়ী বলেছেন, ইরান থেকে বিদ্যুৎ কেনার জন্য প্রতিবেশী ইরাক তার ঋণ ১০০ কোটি ডলারে নামিয়ে আনতে চায়। সাম্প্রতিক বছরগুলোতে এই ঋণের পরিমাণ ৫০০ কোটি ডলার ছাড়িয়ে যায়।

ইরান-ইরাক জয়েন্ট চেম্বার অব কমার্সের চেয়ারম্যান ইয়াহিয়া আল ইসহাক এসব কথা বলেছেন। তিনি বলেন, ইরান থেকে ইরাক যে বিপুল অর্থের প্রাকৃতিক গ্যাস এবং বিদ্যুৎ কিনেছিল, সম্প্রতি সেই ঋণের বড় অংশ পরিশোধ করেছে।

ইয়াহিয়া আল ইসহাক বলেন, ইরাকের বিদ্যুৎমন্ত্রী মাজিদ মাহদী হান্তুশ গত মাসে ইরান সফরের সময় ঋণ পরিশোধের বিষয়ে আলোচনা করেছেন। ইরানের শীর্ষপর্যায়ের এ ব্যবসায়ী বলেন, ইরান থেকে ইরাকে বিদ্যুৎ রপ্তানির জন্য বর্তমানে ১০০ কোটি ডলারের কিছু বেশি ঋণ রয়েছে এবং তা পরিশোধের ব্যাপারে ইরাকি বিদ্যুৎমন্ত্রীর সাম্প্রতিক সফরের সময় আলোচনা হয়।

আল-ইসহাক বলেন, ইরাকের পক্ষ থেকে ঋণ পরিশোধের বিষয়টি নিষ্পত্তি করার পর ইরান সরকার আসন্ন গ্রীষ্ম ও শীতে ইরাকে জ্বালানি রপ্তানি শুরু করতে সম্মত হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।