ফিলিস্তিনে ঈদুল ফিতরের নামাজের পর মুসল্লিদের ওপর হামলা; আহত ৩
-
ইসরাইলি সেনা (ফাইল ফটো)
ফিলিস্তিনের পশ্চিম তীরের রামাল্লাহ'র নালিন উপশহরে ঈদুল ফিতরের নামাজের পর মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে ইসরাইলি সেনারা।
এর ফলে তিন ফিলিস্তিনি আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঈদের নামাজের পর মুসল্লিদের লক্ষ্য করে গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে আগ্রাসী সেনারা।
ফিলিস্তিনে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। ঈদের সবচেয়ে বড় জামায়াত অনুষ্ঠিত হয়েছে আল-আকসা মসজিদে। ইহুদিবাদীদের কঠোর নিরাপত্তা বেষ্টনী ও ব্যাপক বাধা সত্ত্বেও আজকের জামায়াতে দুই লাখ ফিলিস্তিনি অংশ নিয়েছেন।
রমজানের শুরু থেকেই আল-আকসা মসজিদ ও এর আশেপাশের এলাকায় হামলা জোরদার করে ইসরাইলি বাহিনী। তারা মুসলমানদেরকে এই মসজিদ থেকে দূরে রাখতে সর্বাত্মক চেষ্টা চালায়। কিন্তু সব ধরণের হুমকি ও বাধা উপেক্ষা করে এই মসজিদে মুসল্লিদের উপস্থিতি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।
শবে কদরেও মুসল্লিদের ঢল নেমেছিল মুসলমানদের প্রথম কেবলা আল-আকসা মসজিদে।#
পার্সটুডে/এসএ/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।