ফিলিস্তিনীদের বিরুদ্ধে ইহুদিবাদী বসতি স্থাপনকারীদের বর্বরতা অব্যাহত
(last modified Sun, 29 May 2022 13:53:33 GMT )
মে ২৯, ২০২২ ১৯:৫৩ Asia/Dhaka
  • আকসা মসজিদ
    আকসা মসজিদ

জর্দান নদীর পশ্চিম তীরের জেনিন শহরে আজ এক ইহুদিবাদী অধিবাসী একজন বৃদ্ধ ফিলিস্তিনীকে গাড়ি চাপা দিয়েছে।

আল-মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে,ওই বৃদ্ধ বিকলাঙ্গ ছিল। এই ঘটনায় ফিলিস্তিনী যুবকেরা ইহুদিবাদী বসতি লক্ষ্য করে পাথর ছুঁড়ে মেরেছে। আদ-দাহিশা শরনার্থী শিবিরে সংঘর্ষের ঘটনায় দুই ফিলিস্তিনী এবং এক ইসরাইলি সেনা আহত হয়েছে।

এদিকে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ইহুদিবাদী অধিবাসীদের হামলা মোকাবেলা করার জন্য আল-আকসা মসজিদ রক্ষাকারীদের প্রশংসা করেছে। এক বিবৃতিতে সংগঠনটি আকসা মসজিদ এবং কুদস বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত ওই প্রতিরোধ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে।

আজ ফিলিস্তিন সময় বিকেলে ইহুদিবাদী বসতি স্থাপনকারীদের পতাকা মিছিল করার কথা। ফিলিস্তিনের বিভিন্ন দল ও সংগঠনও হুশিয়ারি উচ্চারণ করে বলেছে ওই মিছিলের নামে আকসা মসজিদের অবমাননা প্রতিহত করা হবে। পাল্টাপাল্টি অবস্থানের কারণে ফিলিস্তিনের ওই পবিত্র ভূমির পরিস্থিতি এখন বিস্ফোরনোন্মুখ হয়ে আছে।

অপরদিকে ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষ ইহুদিবাদী ইসরাইলের অপরাধ মোকাবেলায় আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে বিশ্ব সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন।

ইব্রাহিম মুলহেম বলেন বায়তুল মোকাদ্দাস এবং আকসা-মসজিদ সুরক্ষায় ইহুদিবাদী ইসরাইলের মোকাবেলায় মুসলিম আরবদের সহায়তা করার আহ্বান জানান।#

পার্সটুডে/এনএম/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ