পশ্চিম তীরে প্রতিরোধ সংগঠনগুলোর ব্যাপক পাল্টা অভিযান: ১৯ ইহুদিবাদী আহত
https://parstoday.ir/bn/news/west_asia-i108586-পশ্চিম_তীরে_প্রতিরোধ_সংগঠনগুলোর_ব্যাপক_পাল্টা_অভিযান_১৯_ইহুদিবাদী_আহত
অধিকৃত পশ্চিমতীরে প্রতিরোধ বাহিনীগুলো ব্যাপক সামরিক অভিযান চালিয়েছে। ইহুদিবাদী ইসরাইলি সেনাদের অব্যাহত হামলার জবাবে প্রতিরোধ বাহিনী পাল্টা হামলা চালায়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ৩০, ২০২২ ১৬:০২ Asia/Dhaka
  • ফিলিস্তিনি যুবকদের পাথর নিক্ষেপ
    ফিলিস্তিনি যুবকদের পাথর নিক্ষেপ

অধিকৃত পশ্চিমতীরে প্রতিরোধ বাহিনীগুলো ব্যাপক সামরিক অভিযান চালিয়েছে। ইহুদিবাদী ইসরাইলি সেনাদের অব্যাহত হামলার জবাবে প্রতিরোধ বাহিনী পাল্টা হামলা চালায়।

তাদের অভিযানে ইহুদিবাদী বসতি স্থাপনকারীসহ অন্তত ১৯ সেনা আহত হয়েছে। ফিলিস্তিনী যুবকেরাও বেশ কয়েক জায়গায় ইহুদিবাদীদের সঙ্গে সংঘর্ষে জড়ালে তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়। আরবি নিউজ চ্যানেল আল-আলম জানিয়েছে গতকাল সারা দিনরাত ধরে পশ্চিমতীরে অন্তত ১৯১ দফা সংঘর্ষ হয়েছে ফিলিস্তিনি যুবকদের সঙ্গে। ওই অভিযানে যুবকরা জেনিন এবং নাবলুসের অন্তত ৫৫ জায়গায় আগুন-বোমা, ককটেল, গ্রেনেড ইত্যাদি নিক্ষেপ করেছে।

আল-আলম আরও জানিয়েছে এইসব অভিযানে ইহুদিবাদী অধিবাসীসহ অন্তত ১৯ ইহুদিবাদী সেনা আহত হয়েছে। জেনিন এবং নাবলুস ব্যাটালিয়নের প্রতিরোধ যোদ্ধারা পশ্চিম তীরের বিভিন্ন অংশে সামরিক অবস্থান, চেকপয়েন্ট এবং ইহুদিবাদী যানবাহনে ৩৫ দফা গ্রেনেড নিক্ষেপ করেছে।

ফিলিস্তিনের অন্তত ৩৩ টি এলাকায় ইসরাইল বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ওইসব এলাকায় ইহুদিবাদীদের প্রতিহত করতে ফিলিস্তিনি যুবকেরা মোলোতভ ককটেলও ব্যবহার করেছে।

তথাকথিত পতাকা মিছিল করে উন্মাদনা সৃষ্টির পাঁয়তারা করছে ইহুদিবাদীরা। তাদের মোকাবেলা করতে গিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছে ফিলিস্তিনি যুবকেরা।#

পার্সটুডে/এনএম/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।