ইসরাইলের সঙ্গে সৌদির সম্পর্ক প্রতিষ্ঠা লেবাননের জন্য সরাসরি হুমকি
https://parstoday.ir/bn/news/west_asia-i109200-ইসরাইলের_সঙ্গে_সৌদির_সম্পর্ক_প্রতিষ্ঠা_লেবাননের_জন্য_সরাসরি_হুমকি
ইহুদিবাদী ইসরাইল এবং সৌদি আরব সম্পর্ক স্বাভাবিকীকরণের জন্য যে প্রচেষ্টা চালাচ্ছে তার কঠোর নিন্দা জানিয়ে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার শীর্ষ পর্যায়ের কর্মকর্তা শেখ নাবিল কাউক বলেছেন, তেল আবিব ও রিয়াদের মধ্যকার হবে লেবাননের জন্য সরাসরি হুমকি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ১৪, ২০২২ ০৮:০৮ Asia/Dhaka
  • বিন্ত শহরের সমাবেশে বক্তব্য রাখছেন শেখ নাবিল কাউক
    বিন্ত শহরের সমাবেশে বক্তব্য রাখছেন শেখ নাবিল কাউক

ইহুদিবাদী ইসরাইল এবং সৌদি আরব সম্পর্ক স্বাভাবিকীকরণের জন্য যে প্রচেষ্টা চালাচ্ছে তার কঠোর নিন্দা জানিয়ে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার শীর্ষ পর্যায়ের কর্মকর্তা শেখ নাবিল কাউক বলেছেন, তেল আবিব ও রিয়াদের মধ্যকার হবে লেবাননের জন্য সরাসরি হুমকি।

তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে লড়াই করা এবং দেশের প্রতি সমর্থন ও এর মর্যাদা এবং সম্পদ রক্ষা করা কৌশলগত দিক দিয়ে খুবই জরুরি। বর্তমান প্রেক্ষাপটে সৌদি আরব ও ইহুদিবাদী ইসরাইলের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা হলে তা হবে লেবানন, ফিলিস্তিন, সিরিয়া এবং অন্যান্য সম্মানিত জাতিগুলোর জন্য সরাসরি হুমকি।

গতকাল (সোমবার) লেবাননের দক্ষিণাঞ্চলীয় বিন্ত শহরে এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

গত ৩০ মে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ায়ির লাপিদ বলেছিলেন, তেলআবিব সৌদি আরবের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার জন্য আমেরিকা ও পারস্য উপসাগরীয় কয়েকটি আরব দেশের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে কাজ করছে। লাপিদ আরো বলেছিলেন, “আমরা বিশ্বাস করি যে, সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা সম্ভব এবং এটি আমাদের স্বার্থেই প্রয়োজন।”

গতকালের বক্তৃতায় শেখ নাবিল কাউক আরো বলেন, তার দেশের অর্থনীতির দুর্দশার জন্য সরাসরি আমেরিকা দায়ী। আমেরিকার কাছে আত্মসমর্পণ না করার কারণে তারা মূলত লেবাননের অর্থনীতিকে সংকটাপন্ন অবস্থায় ফেলে দিয়েছে। তিনি বলেন, গত ১৫ই মে’র নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হতে যাচ্ছে সেই সরকারও আমেরিকার কাছে আত্মসমর্পণ করবে না।#

পার্সটুডে/এসআইবি/১৪