দামেস্ক বিমানবন্দরে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা অগ্রহণযোগ্য: রাশিয়া
-
ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত বিমানবন্দরের রানওয়ে ঠিক করার চেষ্টা চলছে
সিরিয়ার রাজধানী দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দরে সম্প্রতি ইহুদিবাদী ইসরাইল যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে রাশিয়া।
সিরিয়া বিষয়ক রাশিয়ার বিশেষ দূত আলেকজান্ডার লাভরেন্তিয়েভ ইসরাইলের ওপর হামলার নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম গ্রহণযোগ্য হতে পারে না। তিনি বলেন, “সিরিয়ার ভূখণ্ডে ইসরাইলি হামলা বেড়ে যাওয়ার বিষয়টি অবশ্যই আমরা বিবেচনায় দেবো। আমরা মনে করি এ বিষয়টিতে গুরুত্ব দেয়া দরকার। ইসরাইল যা করছে তা মোটেই গ্রহণযোগ্য নয়।”
কাজাকিস্তানের রাজধানী নুরসুলতানে আজ (বুধবার) সিরিয়া বিষয়ক আস্তানা শান্তি আলোচনার শুরুতে তিনি এসব কথা বলেন।
এর আগে গত রোববার সিরিয়ায় রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার এফিমভ কঠোরভাবে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছিলেন। একইসঙ্গে তিনি সিরিয়ার উপর ইসরাইলের এ ধরনের হামলা বন্ধ করতে তেলআবিবের প্রতি জোরালো আহ্বান জানান। তিনি বলেন, সিরিয়ার ওপর ইসরাইলের হামলা বন্ধ না করলে পাল্টা মারাত্মক প্রতিক্রিয়ার মুখে পড়তে হবে।
তিনি সুস্পষ্ট করে সিরিয়ার দৈনিক আল-ওয়াতান পত্রিকাকে বলেছিলেন, ইসরাইলের দায়িত্বজ্ঞানহীন এই ধরনের হামলা সিরিয়ার বেসামরিক বিমান এবং বিমান চলাচল প্রতিষ্ঠানের জন্য মারাত্মক রকমের ঝুঁকি সৃষ্টি করেছে, ইসরাইলকে অবশ্যই এ ধরনের শয়তানি কার্যক্রম থেকে বিরত থাকতে হবে।#
পার্সটুডে/এসআইবি/১৫