আলেপ্পো মুক্ত করার পর প্রথম সফর
কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রেসিডেন্ট বাশার আসাদ
-
আলেপ্পো সফরে প্রেসিডেন্ট বাশার আসাদ
উগ্র সন্ত্রাসীদের কাছ থেকে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো প্রদেশ মুক্ত করার পর গতকাল (শুক্রবার) প্রথমবারের মতো ওই অঞ্চল সফর করেছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সফরকালে তিনি সেখানে একটি বিদ্যুৎকেন্দ্র ও পানি সরবরাহ স্থাপনাসহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, গতকাল প্রেসিডেন্ট আসাদ আলেপ্পো থার্মাল পাওয়ার স্টেশনের পঞ্চম ইউনিটের উদ্বোধন করেন। এর ফলে আশা করা হচ্ছে এই বিদ্যুৎ কেন্দ্রটি থেকে আরো ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে যা রাজ্যের চাহিদা পূরণে ভূমিকা রাখবে।
এছাড়া ওই থার্মাল স্টেশনের অন্য ইউনিটগুলোর পুনর্বাসন কর্মসূচির উন্নয়ন সম্পর্কেও প্রেসিডেন্ট আসাদকে ব্রিফ করা হয়। এসব ইউনিটের প্রয়োজনীয় সংস্কার এবং উন্নয়ন শেষে শিগগিরি বিদ্যুৎ উৎপাদনের কাজে যুক্ত করা হবে।

প্রকল্পগুলোর উদ্বোধন ও পরিদর্শনের সময় এগুলোর সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারিদের ভূঁয়সী প্রশংসা করেন প্রেসিডেন্ট বাশার আসাদ। তিনি বলেন, অন্য প্রদেশগুলোর চেয়ে আলেপ্পো প্রদেশের লোকজন অনেক বেশি সন্ত্রাসবাদ এবং অন্তর্ঘাতমূলক তৎপরতার শিকার হয়েছে কাজেই তাদের এই বিদ্যুৎকেন্দ্র থেকে সবচেয়ে বেশি উপকৃত হওয়ার অধিকার রয়েছে।
তিনি বলেন, আলেপ্পো প্রদেশের এই বিদ্যুৎ কেন্দ্রের উন্নয়ন এবং সংস্কার কাজের মধ্যদিয়ে একথা প্রমাণিত হয়েছে যে, ইচ্ছাশক্তি এবং দৃঢ়তার কাছে সমস্ত বাধা বিঘ্ন পরাজিত হতে বাধ্য।
উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হাত থেকে আলেপ্পো প্রদেশ ২০১৬ সালে মুক্ত হয় কিন্তু সরকার নিয়ন্ত্রিত অংশে এখনো ১২ ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে। মারাত্মকভাবে বিদ্যুৎ কেন্দ্রগুলোর ক্ষতি করার কারণে এই অবস্থা তৈরি হয়েছে।
গতকাল প্রেসিডেন্ট বাশার আল-আসাদ আলেপ্পো প্রদেশে যে পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন করেন তা থেকে প্রদেশের প্রায় সাড়ে আট হাজার হেক্টর কৃষি জমিতে পানি শেষ দেয়া যাবে বলে রাষ্ট্রীয় বার্তাসংস্থা সানা জানিয়েছে।#
পার্সটুডে/এসআইবি/৯