অবৈধ বসতি স্থাপন স্থগিত রাখতে বললেন এরদোগান
https://parstoday.ir/bn/news/west_asia-i110400-অবৈধ_বসতি_স্থাপন_স্থগিত_রাখতে_বললেন_এরদোগান
অধিকৃত ফিলিস্তিনে অবৈধ ইহুদি বসতি নির্মাণ স্থগিত রাখার জন্য ইসরাইলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদের প্রতি অনুরোধ জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।
(last modified 2025-09-26T18:07:30+00:00 )
জুলাই ১১, ২০২২ ১৭:৩০ Asia/Dhaka
  • রজব তাইয়্যেব এরদোগান
    রজব তাইয়্যেব এরদোগান

অধিকৃত ফিলিস্তিনে অবৈধ ইহুদি বসতি নির্মাণ স্থগিত রাখার জন্য ইসরাইলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদের প্রতি অনুরোধ জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।

রোববার এক টেলিফোন সংলাপে তিনি আশা করেন, আগামী নির্বাচনের আগ পর্যন্ত আল-আকসা মসজিদের মর্যাদা রক্ষা ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে বসতি নির্মাণ না করার নীতি অনুসরণ করা হবে। এ সংলাপে এরদোগান ও লাপিদ দ্বিপক্ষীয় সম্পর্ক ও স্বার্থ নিয়েও আলোচনা করেন।   

নাফতালি বেনেটের নেতৃত্বাধীন জোট সরকারের পতনের পর আগামী ১ নভেম্বর ইসরাইলে নতুন নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। তার আগ পর্যন্ত অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে ইয়াইর লাপিদ দায়িত্ব পালন করবেন।

অধিকৃত ভূখণ্ডে ইসরাইলের অবৈধ বসতি

১৯৬৭ সালের ছয়দিনের যুদ্ধে ইসরাইল পূর্ব বায়তুল মুকাদ্দাস ও পশ্চিম তীর দখল করে নেয়। সেই থেকে এ পর্যন্ত এসব ভূখণ্ডে হাজার হাজার অবৈধ বসতি নির্মাণ করেছে ইসরাইল যেখানে সাত লাখের বেশি ইহুদি বাস করে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বেশ কয়েকবার ইসরাইলের এই তৎপরতার নিন্দা করেছে এবং এসব বসতি স্থাপনকে অবৈধ বলে ঘোষণা করেছে। কিন্তু ইসরাইল বসতি নির্মাণ কর্মর্কাণ্ড থেকে সরে আসে নি। সেক্ষেত্রে তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের আহ্বানে সাড়া দিয়ে ইসরাইল বসতি নির্মাণ স্থগিত রাখবে এমনটা আশা করার সুযোগ কম।#

পার্সটুডে/এসআইবি/১১