ইয়েমেনে সৌদি আগ্রাসন:
ইয়েমেনগামী তেলবাহী জাহাজ আবারো আটক করলো সৌদি জোট
-
ইয়েমেনগামী তেলবাহী জাহাজ
ইয়েমেনের ন্যাশনাল স্যালভেশন সরকারের তেল কোম্পানি জানিয়েছে, আগ্রাসী সৌদি জোট তেল একটি একটি জাহাজ আটক করে জিজান উপকূলে নিয়ে গেছে।
ইয়েমেনের তেল এবং সম্পদ লুট করার লক্ষ্যে ২০১৫ সালের মার্চ থেকে সৌদি আরব এই দেশের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। সেইসঙ্গে স্থল, সমুদ্র এবং আকাশপথে ইয়েমেনকে অবরোধ করে রেখেছে।
শাবওয়াহসহ ইয়েমেনের বিভিন্ন প্রদেশের অধিবাসীরা যেই মুহূর্তে তেল ও জ্বালানি সংকটে ভুগছে, সে সময় তাদের হাজার হাজার টন অপরিশোধিত তেল চুরি হয়ে যাচ্ছে।
আল-মাসিরা নিউজ চ্যানেল জানিয়েছে ইয়েমেনের তেল কোম্পানি আজ বলেছে আটককৃত তেলজাহাজটি পরীক্ষা-নিরীক্ষা কো হয়েছে এবং জাতিসংঘ থেকে প্রয়োজনীয় সনদপত্রও নেওয়া হয়েছে। তারপরও ২৯ হাজার টন তেল পরিবাহী জাহাজটি আটক করে সৌদি জোট।
কদিন আগেও ইয়েমেনের তেল কোম্পানি বলেছিল সৌদি-আমিরাত জোট যুদ্ধ বিরতি লঙ্ঘন করে জাতিসংঘের সনদ থাকা সত্ত্বেও হোদাইদিয়া বন্দর থেকে তেলবাহী একটি জাহাজ আটক করেছে।
সৌদি জোট প্রায়ই যুদ্ধ বিরতি লঙ্ঘন করে আসছে। তা সত্ত্বেও জাতিসংঘের মধ্যস্থতায় মাসখানেক আগে আরও দুই মাসের জন্য নবায়ন করা হয়েছে যুদ্ধ বিরতির মেয়াদ।#
পার্সটুডে/এনএম/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।