কয়েকটি বিস্ফোরণে কেঁপে উঠলো সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটি
সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশে দখলদার মার্কিন সামরিক বাহিনীর একটি ঘাঁটিতে কয়েকটি বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
স্থানীয় কয়েকটি সূত্রের বরাত নিয়ে রাশিয়া রাষ্ট্র পরিচালিত স্পুৎনিক বার্তা সংস্থা জানিয়েছে, তেল সমৃদ্ধ আল শাদ্দাদি শহরের উত্তর এবং পশ্চিম উপকণ্ঠে কয়েকটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেখানে আমেরিকার অন্যতম বড় ঘাঁটি অবস্থিত।
বিস্ফোরণের পর ওই এলাকার আকাশ মার্কিন বাহিনীর হেলিকপ্টার ওড়াউড়ি করতে দেখা যায়। এছাড়া, মার্কিন সেনারা শূন্যে গুলি ছুঁড়তে থাকে।
স্পুৎনিক আরো জানিয়েছে, মার্কিন ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা হয়েছে। এ সময় সামরিক সরঞ্জামাদি বহনকারী দুটি মার্কিন বহরকে ঘাঁটিতে ফেরত পাঠানো হয়। কয়েক মাস আগেও আল-শাদ্দাদি শহরে মার্কিন ঘাঁটিতে দুটি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছিল।
সিরিয়ায় কোনো রকমের অনুমতি ছাড়া অবৈধভাবে কয়েকশ মার্কিন সেনা অবস্থান করছে এবং তারা সিরিয়ার তেল ও প্রাকৃতিক সম্পদ লুটপাটের সঙ্গে জড়িত। দামেস্ক সরকার শুরু থেকেই এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছে।#
পার্সটুডে/এসআইবি/২৭