ইরাকে বিমান হামলায় দায়েশের একজন শীর্ষস্থানীয় কমান্ডার নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i11143-ইরাকে_বিমান_হামলায়_দায়েশের_একজন_শীর্ষস্থানীয়_কমান্ডার_নিহত
ইরাকের গোলযোগপূর্ণ ফালুজা শহরের উত্তর-পশ্চিম অংশে চালানো বিমান হামলায় উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশের একজন শীর্ষস্থানীয় কমান্ডার নিহত হয়েছে বলে দেশটির সেনাবাহিনী জানিয়েছে।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
জুন ০৪, ২০১৬ ১৫:৩০ Asia/Dhaka
  • ইরাকে বিমান হামলায় দায়েশের একজন শীর্ষস্থানীয় কমান্ডার নিহত

ইরাকের গোলযোগপূর্ণ ফালুজা শহরের উত্তর-পশ্চিম অংশে চালানো বিমান হামলায় উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশের একজন শীর্ষস্থানীয় কমান্ডার নিহত হয়েছে বলে দেশটির সেনাবাহিনী জানিয়েছে।

গতকাল (শুক্রবার) ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের ফালুজা শহর থেকে পাঁচ কিলোমিটার উত্তর–পশ্চিম অংশে অবস্থিত সাকলাবিয়া শহরে দায়েশের আস্তানায় দেশটির বিমান বাহিনী বোমা বর্ষণ করলে তিনি নিহত হন। আরবি ভাষার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আল-সুমারিয়া এই খবর দিয়েছে।

ইরাকি সেনাবাহিনীর কমান্ডার লেফট্যানেন্ট জেনারেল আব্দুল আমির আল-শামারি এক বিবৃতির মাধ্যমে জানিয়েছেন, বিমান হামলায় দায়েশের আবু বশির আল-সুদানি নিহত হয়েছেন। শহরের কেন্দ্রস্থল থেকে ইরাকি বাহিনী মাত্র ৬০০ মিটার দূরে অবস্থান করছে বলেও জানান তিনি।

কমান্ডার শামারি আরো বলেন, সেনাবাহিনী এখন সাকলাবিয়া শহরটির নিয়ন্ত্রণ নেয়ার জন্য অভিযান জোরদার করছে। ২০১৪ সালের সেপ্টেম্বরে তাকফিরি দায়েশ শহরটি দখল করে নিয়েছিল।#

 

পার্সটুডে/বাবুল আখতার/৪