ফিলিস্তিনের ইসলামি জিহাদের মহাসচিব নাখালাকে হত্যার হুমকি দিল ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i111752-ফিলিস্তিনের_ইসলামি_জিহাদের_মহাসচিব_নাখালাকে_হত্যার_হুমকি_দিল_ইসরাইল
ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন ইসলামি জিহাদের মহাসচিব জিয়াদ আন-নাখালাকে হত্যার হুমকি দিয়েছে ইহুদিবাদী ইসরাইল।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ১১, ২০২২ ১৬:১৫ Asia/Dhaka
  • জিয়াদ আন-নাখালা
    জিয়াদ আন-নাখালা

ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন ইসলামি জিহাদের মহাসচিব জিয়াদ আন-নাখালাকে হত্যার হুমকি দিয়েছে ইহুদিবাদী ইসরাইল।

ইসরাইলি যুদ্ধমন্ত্রী বেনি গান্তজ ইসলামি জিহাদের শীর্ষ নেতাকে সরাসরি হুমকি দিয়ে বলেছেন, জিয়াদ আন-নাখালার জীবনের কোনো নিরাপত্তা নেই। কোনো স্থানই তার জন্য নিরাপদ নয়।

গাজায় ইসরাইলের সর্বশেষ হামলার পর প্রথম টিভি সাক্ষাতকারে এসব হুমকিপূর্ণ কথা বলেন ইসরাইলি যুদ্ধমন্ত্রী।

তিনি আরও বলেছেন, ফিলিস্তিনের সব সশস্ত্র গোষ্ঠীর নেতাদেরই উচিৎ উদ্বেগ-উৎকণ্ঠায় থাকা।

ইসরাইলের যুদ্ধমন্ত্রী আরও বলেছেন, ফিলিস্তিনের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘন করা হলে তাদের বিরুদ্ধে সর্বশক্তি ব্যবহার করা হবে।

দখলদার মন্ত্রী তাদের চিরাচরিত বৈশিষ্ট্য অনুযায়ী গাজা পুনর্গঠনের শর্ত লঙ্ঘনের কথা বলেছেন। তিনি বলেছেন, দুই ইসরাইলি সেনাকে মুক্তি দেওয়া হলেই কেবল গাজা পুনর্গঠনে সহযোগিতা করা হবে। ইসলামি জিহাদের সঙ্গে সর্বশেষ যুদ্ধবিরতি চুক্তিতে গাজা পুনর্গঠনে নির্মাণ সামগ্রী প্রবেশে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ইহুদিবাদী ইসরাইল।#  

পার্সটুডে/এসএ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।