রাশিয়ার প্রযুক্তি খাতে বিনিয়োগ করবে সংযুক্ত আরব আমির
https://parstoday.ir/bn/news/west_asia-i114866-রাশিয়ার_প্রযুক্তি_খাতে_বিনিয়োগ_করবে_সংযুক্ত_আরব_আমির
রাশিয়ার শীর্ষ পর্যায়ের প্রযুক্তি কোম্পানিগুলোতে অর্থ বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত। এই জন্য তারা আমিরাতে রুশ কোম্পানিগুলোর প্রতিনিধিত্বকারী অফিসও প্রতিষ্ঠা করতে প্রস্তুত রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের উপ অর্থমন্ত্রী আব্দুল্লাহ আহমদ আল-সালেহ একথা বলেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ২৩, ২০২২ ১৯:০১ Asia/Dhaka
  • রাশিয়ার প্রযুক্তি খাতে বিনিয়োগ করবে সংযুক্ত আরব আমির

রাশিয়ার শীর্ষ পর্যায়ের প্রযুক্তি কোম্পানিগুলোতে অর্থ বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত। এই জন্য তারা আমিরাতে রুশ কোম্পানিগুলোর প্রতিনিধিত্বকারী অফিসও প্রতিষ্ঠা করতে প্রস্তুত রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের উপ অর্থমন্ত্রী আব্দুল্লাহ আহমদ আল-সালেহ একথা বলেছেন।

‘মেইড ইন রাশিয়া’ ফোরামে বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, সম্প্রতি রাশিয়ার হাইটেক কোম্পানিগুলো তিনি পরিদর্শন করেছেন এবং তারা প্রকৃতপক্ষে বিপুল উন্নতি করেছে। তারা বিভিন্ন ধরনের আবিষ্কার এবং নতুন প্রযুক্তির কথা জানিয়েছে যেখানে আরব আমিরাত বিনিয়োগ করতে পারে। এজন্য রাশিয়ার হাইটেক কোম্পানিগুলোর সদর দপ্তর আরব আমিরাতে প্রতিষ্ঠা করতে পারে। এখন এই সমস্ত কার্যক্রম শুরু করা জরুরি।

সংযুক্ত আরব আমিরাতের উপ অর্থমন্ত্রী রাশিয়া এবং তার দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বলেন- মহাকাশ, ওষুধপত্র এবং গ্রিন এনার্জিতেও তার দেশ বিনিয়োগ করতে পারে।

সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রী যৌথ প্রকল্প গ্রহণের কথা উল্লেখ করে বলেন, “আমরা নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে কাজ করছি। টেলিমেডিসিনের ক্ষেত্রেও দুই দেশের মধ্যে সহযোগিতা প্রতিষ্ঠা করার সুযোগ রয়েছে।”

আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার পরেও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ঘটনায় মস্কোর সমালোচনা করার ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাত যথেষ্ট সতর্কতা অবলম্বন করে। এছাড়া আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের মত সংযুক্ত আরব রাশিয়ার ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি।#

পার্সটুডে/এসআইবি/২৩