ইসরাইলে লাখো মানুষের গগণবিদারী স্লোগান 'স্বৈরাচারের পতন হোক'
(last modified Sun, 15 Jan 2023 06:08:54 GMT )
জানুয়ারি ১৫, ২০২৩ ১২:০৮ Asia/Dhaka
  • ইসরাইলে লাখো মানুষের গগণবিদারী স্লোগান 'স্বৈরাচারের পতন হোক'

ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পতনের দাবিতে বিভিন্ন শহরে লাখো মানুষের বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে।

রাজধানী তেল আবিবে সবচেয়ে বড় বিক্ষোভ মিছিল হয়েছে যাতে অন্তত ৮০ হাজার মানুষ অংশ নিয়েছে বলে ইসরাইলের ইয়েদিওয়ত অহরনথ সংবাদ মাধ্যম খবর দিয়েছে। এছাড়া হাইফা শহরে ২,০০০ এবং জেরুজালেম শহরে ১,৫০০ মানুষ বিক্ষোভ মিছিলে অংশ নেয়।

নেতানিয়াহু যে উগ্রপন্থি মন্ত্রিসভা গঠন করেছেন এবং বিচার বিভাগের যে সংস্কার পরিকল্পনা প্রকাশ করেছেন তার বিরুদ্ধে মূলত এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

গতকাল (শনিবার) তেল আবিবের রাজপথে ৮০ হাজার মানুষ অংশ নিয়েছে যারা গগণবিদারী স্লোগানে স্বৈরাচার নেতানিহুকে ক্ষমতাচ্যুত করার দাবি জানায়।
গত ডিসেম্বরের শেষ দিকে নেতানিয়াহু উগ্রপন্থি সরকার গঠন করে। এরপর তার বিরুদ্ধে এটিই সবচেয়ে বড় বিক্ষোভ সমাবেশের ঘটনা।
গতকালের বিক্ষোভ মিছিলে ফিলিস্তিনি ভূখণ্ড দখলের বিরুদ্ধেও মানুষ ব্যানার ফেস্টুন বহন করে। একটি ফেস্টুনে লেখা ছিল- দখলদারিত্ব গণতন্ত্র নয়

বিক্ষোভ মিছিলে অংশ নেয়া এক ব্যক্তিকে দেখা গেছে- নেতানিয়াহুর চেহারার একটি মাস্ক পরা এবং গায়ে কারাগারের পোষাক। যার অর্থ হচ্ছে বিক্ষোভকারীরা নেতানিয়াহুর আটক এবং কারাদণ্ড দাবি করেছেন।
এছাড়া নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, প্রতারণা এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ রয়েছে যেগুলোর জন্য ২০১৯ সালেই তাকে দোষী সাব্যস্ত করা হয়। বিক্ষোভকারীরা বলছেন, আইন সংস্কারের মাধ্যমে নেতানিয়াহু তার অর্থনৈতিক কেলেংকারি ও দুর্নীতির বিষয়টি চাপা দিতে চান।#
পার্সটুডে/এসআইবি/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।