ফালুজার সরকারি ভবনের দখল নিয়েছে ইরাকি বাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i12295-ফালুজার_সরকারি_ভবনের_দখল_নিয়েছে_ইরাকি_বাহিনী
ইরাকের ফালুজা শহরের কেন্দ্রস্থলের প্রধান সরকারি ভবন পুনর্দখল করেছে দেশটির সামরিক বাহিনী। শহরের প্রধান সরকারি ভবনের দখল নেয়ার মাধ্যমে মূলত কৌশলগত দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ শহরের নিয়ন্ত্রণ নিয়েছে সরকারি বাহিনী।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
জুন ১৭, ২০১৬ ১৭:১৪ Asia/Dhaka
  • ফালুজার সরকারি ভবনের দখল নিয়েছে ইরাকি বাহিনী

ইরাকের ফালুজা শহরের কেন্দ্রস্থলের প্রধান সরকারি ভবন পুনর্দখল করেছে দেশটির সামরিক বাহিনী। শহরের প্রধান সরকারি ভবনের দখল নেয়ার মাধ্যমে মূলত কৌশলগত দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ শহরের নিয়ন্ত্রণ নিয়েছে সরকারি বাহিনী।

সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, কেন্দ্রীয় পুলিশ বাহিনীর পক্ষ থেকে ফালজুার মেয়র ভবনে আজ (শুক্রবার) পতাকা উত্তোলন করা হয়। তবে শহরে এখনো উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। একজন সামরিক কমান্ডার জানিয়েছেন, “সন্ত্রাস-বিরোধী বাহিনী ও র‍্যাপিড রেসপন্স ফোর্স অভিযান চালাচ্ছে।”

রাজধানী বাগদাদ থেকে মাত্র এক ঘণ্টার দূরত্বে এ শহরের অবস্থান। শহরটি ইরাকি বাহিনীর নিয়ন্ত্রণে আনাকে অনেক বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। প্রায় চার সপ্তাহ সেনা অভিযানের পর ফালুজা শহর দখল করা সম্ভব হলো। ইরাকের কেন্দ্রীয় পুলিশ বাহিনীর প্রধান রায়েদ শাকের জাওদাত বলেছেন, “ফালুজার প্রধান সরকারি ভবন মুক্ত করার অর্থ হচ্ছে সেখান রাষ্ট্রের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হলো।” ২০১৪ সালে ফালুজা শহরের নিয়ন্ত্রণ নেয় দায়েশ।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৭