ফিলিস্তিন পরিস্থিতি:
প্রতিরোধ সংগ্রামীদের ক্ষেপণাস্ত্র হামলায় ৮ ইসরাইলি হতাহত
-
প্রতিরোধ সংগ্রামীদের ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা
ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮ ইসরাইলি হতাহত হয়েছে। ইহুদিবাদী ইসরাইলি সেনাদের বর্বর হামলার জবাবে ফিলিস্তিনী সংগ্রামী যোদ্ধারা পাল্টা ক্ষেপনাস্ত্র হামলা চালায়। তাদের হামলায় অন্তত ১ জন ইহুদিবাদী নিহত এবং আরও ৭জন আহত হওয়ার খবর দিয়েছে ইহুদিবাদী মিডিয়াগুলো ।
মঙ্গলবার ভোর রাত থেকে ইহুদিবাদী বর্বর সেনারা গাজা উপত্যকায় ব্যাপক বিমান হামলা চালায়। ওই হামলার জবাবে ফিলিস্তিনী প্রতিরোধ গোষ্ঠিগুলো বুধবার তেলআবিবসহ অধিকৃত ভূখণ্ডের ইহুদি অধ্যুষিত শহরগুলোর ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায়।.
ইহুদিবাদী মিডিয়ার বরাত দিয়ে আল-মায়াদিন নিউজ চ্যানেল জানিয়েছে তেলআবিবের দক্ষিণ অঞ্চলে প্রতিরোধ যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র ও রকেট হামলায় ইহুদিবাদীদের হতাহতের ওই ঘটনা ঘটে। আহত ৭ জনের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।
এদিকে আলজাজিরা নিউজ নেটওয়ার্ক জানিয়েছে গাজার দক্ষিণাঞ্চলীয় আশকুলেও ১ ইহুদি বসতি স্থাপনকারী আহত হয়েছে। রকেটের আঘাতে সিদিরুতে ইহুদি বসতি স্থাপনকারীদের ২টি ভবন ধ্বংস হয়েছে। আসদুদ এবং আসকালানেও প্রতিরোধ যোদ্ধারা রকেট বৃষ্টি বর্ষণ করেছে। সেখানকার ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায় নি।
ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন (হামাস) একটি বিবৃতিতে জানিয়েছে ইহুদিবাদী আগ্রাসনের জবাবে ফিলিস্তিনি প্রতিরোধ শক্তিগুলো হামলা চালিয়ে যাবে। কুদস ব্রিগেডের কমান্ডারদের হত্যায় ইহুদিবাদীদের অপরাধের জবাব দেওয়া হবে বলে দৃঢ় প্রত্যয় ঘোষণা করেছে আল-কুদস ব্রিগেড।#
পার্সটুডে/এনএম/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।