জেনিন শহরে ইসরাইলি হত্যাকান্ড যুদ্ধাপরাধের পর্যায়ে পড়ে
(last modified Sat, 15 Jul 2023 10:46:51 GMT )
জুলাই ১৫, ২০২৩ ১৬:৪৬ Asia/Dhaka
  • জেনিন শহরে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের বর্বরতা।
    জেনিন শহরে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের বর্বরতা।

ইহুদিবাদী ইসরাইল সম্প্রতি অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে যে হত্যাকাণ্ড চালিয়েছে তা জেনেভা কনভেনশন অনুসারে যুদ্ধাপরাধের পর্যায়ে পড়ে। আমেরিকার বোস্টন ইউনিভার্সিটির স্কুল অব ল'র অধ্যাপক সুসান আকরাম এ কথা বলেছেন।

তিনি বলেন, সম্প্রতি ইসরাইলি সেনারা জেনিন শরণার্থী শিবিরে বর্বর অভিযান চালিয়ে যে ১২ ফিলিস্তিনিকে হত্যা এবং কয়েক ডজনকে আহত করেছে তা অনেকগুলো কারণে সুস্পষ্টভাবে যুদ্ধাপরাধের পর্যায়ে পড়ে। তিনি বলেন, ইহুদিবাদী সেনারা সজ্ঞানে, স্বেচ্ছায় এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে জেনিন শরণার্থী শিবিরের বেসামরিক জনগণের ওপর হামলা চালিয়েছে এবং তাদেরকে হত্যা করেছে। পাশাপাশি ইহুদিবাদী সেনারা ফিলিস্তিনের মেডিকেল ইউনিটগুলোর ওপর হামলা চালিয়েছে।

জেনেভা কনভেনশনে স্বেচ্ছায় হত্যাকাণ্ড, অধিকৃত এলাকার জনগণের দুর্ভোগ সৃষ্টি এবং ব্যাপক মাত্রায় সম্পদের ওপর ধ্বংসযজ্ঞ চালানো কোনোভাবেই সামরিক প্রয়োজনীয়তার মধ্যে পড়ে না। 

চলতি সপ্তাহের গোড়ার দিকে একটি ওয়েবিনারে দেয়া বক্তৃতায় একথা বলেন অধ্যাপক আকরাম। আরব সেন্টার ওয়াশিংটন এই ওয়েবিনারের আয়োজন করে। এতে অধ্যাপক আকরাম বলেন, কোনো সন্দেহ নেই জেনিনে ইসরাইলি সেনারা যা করেছে তা যুদ্ধাপদের পর্যায়ে পড়ে। ওয়েবিনরের অন্যতম প্যানেল বক্তা ও সাংবাদিক ডালিয়া হাতুকা অধ্যাপক সুসান আকরামের বক্তব্যের সঙ্গে একমথ প্রকাশ করে বলেন, পশ্চিম তীরে ইসরাইলি সেনাদের কর্মকাণ্ড যুদ্ধাপরাধের পর্যায়ে পড়ে।#

পার্সটুডে/এসআইবি/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ