ইসরাইল এনপিটিতে সই না করায় বিশ্ব মারাত্মক ঝুঁকিতে রয়েছে: সিরিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i126492-ইসরাইল_এনপিটিতে_সই_না_করায়_বিশ্ব_মারাত্মক_ঝুঁকিতে_রয়েছে_সিরিয়া
জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার স্থায়ী প্রতিনিধি হাসান হুজুর বলেছেন, ইহুদিবাদী ইসরাইল পরমাণু অস্ত্র বিস্তাররোধ চুক্তি বা এনপিটিতে সই না করায় গোটা বিশ্বই বড় ধরণের ঝুঁকির মধ্যে রয়েছে। তারা বিশ্ব শান্তির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ০৬, ২০২৩ ১৮:০১ Asia/Dhaka
  • হাসান হুজুর
    হাসান হুজুর

জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার স্থায়ী প্রতিনিধি হাসান হুজুর বলেছেন, ইহুদিবাদী ইসরাইল পরমাণু অস্ত্র বিস্তাররোধ চুক্তি বা এনপিটিতে সই না করায় গোটা বিশ্বই বড় ধরণের ঝুঁকির মধ্যে রয়েছে। তারা বিশ্ব শান্তির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

পশ্চিম এশিয়ায় একমাত্র দখলদার ইসরাইলের কাছে পরমাণু অস্ত্র রয়েছে, কিন্তু তারা আন্তর্জাতিক কোনো সংস্থাকেই পর্যবেক্ষণের কোনো সুযোগ দিচ্ছে না। আমেরিকার সমর্থন থাকার কারণে তারা এটা করতে পারছে। আমেরিকান সাইটিস্টস ফেডারেশনের ২০২৩ সালের রিপোর্টে বলা হয়েছে, ইসরাইলের কাছে সম্ভবত ৯০টি পরমাণু বোমা রয়েছে।

সিরিয়ার প্রতিনিধি আরও বলেছেন, আরব বিশ্বের সব দেশ এনপিটিতে সই করেছে। কিন্তু ইসরাইল তা থেকে বিরত  থেকেছে। শুধু তাই নয়, তারা আন্তর্জাতিক যেকোণো ধরণের নজরদারির বাইরে রয়েছে। সেখানে কী হচ্ছে কেউ জানে না।

হাসান হুজুর বলেন, জাতিসংঘের উচিৎ পরমাণু অস্ত্র ইস্যুতে দখলদার ইসরাইলের ওপর চাপ সৃষ্টি করা যাতে তারা বিনাশর্তে এনপিটিতে সই করে।#  

পার্সটুডে/এসএ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন