গুরুত্বপূর্ণ বৈঠক করলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী ও সৌদি যুবরাজ
https://parstoday.ir/bn/news/west_asia-i126990-গুরুত্বপূর্ণ_বৈঠক_করলেন_ইরানি_পররাষ্ট্রমন্ত্রী_ও_সৌদি_যুবরাজ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান আজ (শুক্রবার) জেদ্দায় সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন। সৌদি যুবরাজের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর এটিই প্রথম বৈঠক।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ১৮, ২০২৩ ১৭:৫৮ Asia/Dhaka
  • সৌদি যুবরাজ (ডানে)
    সৌদি যুবরাজ (ডানে)

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান আজ (শুক্রবার) জেদ্দায় সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন। সৌদি যুবরাজের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর এটিই প্রথম বৈঠক।

তাদের মধ্যে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে।

এর আগে গতকাল সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছে সেদেশের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সঙ্গে আড়াই ঘণ্টা ধরে বৈঠক করেন। এ সময় তারা দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়াদি নিয়ে মতবিনিময় করেন। এ সময় সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির জন্য অপেক্ষায় আছেন। তিনি আরও বলেন, ইরানি প্রেসিডেন্টের সফর সফল করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সৌদি আরবে সব মন্ত্রণালয় বাধ্য।

বৈঠকের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান রিয়াদে এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন, সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সঙ্গে গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ আলোচনা হয়েছে।

ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের পর থেকেই নানা ক্ষেত্রে সহযোগিতা জোরদার হচ্ছে।#

পার্সটুডে/এসএ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।