ইহুদিবাদী ইসরাইল এবং তাদের প্রতিশ্রুতির প্রতি আমাদের কোনো আস্থা নেই: হামাস
-
হাজেম কাসেম
ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র বলেছেন: ইহুদিবাদী ইসরাইল এবং তাদের প্রতিশ্রুতির প্রতি আমাদের কোনো আস্থা নেই।
হাজেম কাসেম বলেন: সম্প্রতি ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনীর রকেট অভিযানে সন্ত্রস্ত হয়ে পড়েছে ইসরাইল। বিশেষ করে প্রতিরোধ শক্তির অভিযান প্রতিহত করতে অক্ষম হয়ে তারা আবারও সন্ত্রাসী নীতি বেছে নিয়েছে। তারা ফিলিস্তিনি প্রতিরোধ নেতাদের হত্যার হুমকি দিয়ে যাচ্ছে।
বার্তা সংস্থা ইরনা ফিলিস্তিনী সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, হামাস মুখপাত্র বলেছেন ইহুদিবাদী ইসরাইলের কোনো প্রতিশ্রুতির প্রতি কোনোরকম আস্থা নেই। সম্প্রতি কয়েকজন মধ্যস্থতাকারীর মাধ্যমে ইসরাইল প্রতিশ্রুতি দিয়েছে তারা ফিলিস্তিনী প্রতিরোধ নেতৃবৃন্দকে হত্যা করবে না। ওই প্রস্তাবের জবাবে হামাস আস্থাহীনতার কথা উল্লেখ করে হাজেম কাসেম বলেছেন: প্রতিরোধ বাহিনী ইহুদিবাদী ইসরাইলের অপরাধের জবাব দেবেই।
হাজেম কাসেম বলেন: মধ্যস্থতাকারীগণ পরিস্থিতি শান্ত হবার পক্ষে রয়েছেন। তারা চান না সংকট আরও ঘনীভূত হোক। কিন্তু ইহুদিবাদী ইসরাইলের কট্টরপন্থি মন্ত্রিসিভা যতদিন থাকবে মধ্যস্থতাকারীদের উদ্যোগ কোনো কাজে আসবে না।
মধ্যস্থতাকারীদের মাধ্যমে হামাস ইসরাইলকে বার্তা দিয়েছে যে প্রতিরোধ নেতাদের ওপর কোনোরকম হামলা চালানো হলে কঠোর জবাব দেওয়া হবে।#
পার্সটুডে/এনএম/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।