রাস্তায় বিক্ষোভ; লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে বরখাস্ত করেছেন প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i127428-রাস্তায়_বিক্ষোভ_লিবিয়ার_পররাষ্ট্রমন্ত্রীকে_বরখাস্ত_করেছেন_প্রধানমন্ত্রী
লিবিয়ার প্রধানমন্ত্রী আব্দুল হামিদ দিবেইবা তার দেশের পররাষ্ট্রমন্ত্রীকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন। দখলদার ইহুদিবাদী ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের খবর প্রকাশ হওয়ার পর তিনি এই ব্যবস্থা নিলেন। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ২৮, ২০২৩ ১৯:০০ Asia/Dhaka
  • রাস্তায় বিক্ষোভ; লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে বরখাস্ত করেছেন প্রধানমন্ত্রী

লিবিয়ার প্রধানমন্ত্রী আব্দুল হামিদ দিবেইবা তার দেশের পররাষ্ট্রমন্ত্রীকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন। দখলদার ইহুদিবাদী ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের খবর প্রকাশ হওয়ার পর তিনি এই ব্যবস্থা নিলেন। 

নাজলা আল-মাঙ্গুশ

গতকাল (রোববার) সন্ধ্যায় নিজের ফেইসবুক পোস্টে এই সিদ্ধান্তের কথা জানান লিবিয়ার প্রধানমন্ত্রী। তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী নাজলা আল-মাঙ্গুশকে সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। তিনি বলেন, নাজলার বিরুদ্ধে প্রশাসনিক তদন্ত শুরু হয়েছে যার নেতৃত্বে রয়েছেন দেশের আইন ও বিচারমন্ত্রী।
লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে তবে ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের খবর প্রকাশ হওয়ার পর লিবিয়ার বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।
গতকালই ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল যে, লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রীর গত সপ্তাহে বৈঠক হয়েছে। ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এলি কোহেন এবং মাঙ্গুশ ইতালির রাজধানী রোমে বৈঠকে মিলিত হন। বৈঠকের আয়োজনে সহযোগিতা করেছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনিও তাজানি।#
পার্সটুডে/এসআইবি/২৮