ইসরাইলি বর্বরতা সম্পর্কে বেলজিয়ামের মন্ত্রীর ভুয়সী প্রশংসা করল হামাস
https://parstoday.ir/bn/news/west_asia-i127684-ইসরাইলি_বর্বরতা_সম্পর্কে_বেলজিয়ামের_মন্ত্রীর_ভুয়সী_প্রশংসা_করল_হামাস
ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের দমন অভিযান সম্পর্কে বেলজিয়ামের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তার ভুয়সী প্রশংসা করেছে গাজাভিত্তিক ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
(last modified 2025-11-11T14:44:42+00:00 )
সেপ্টেম্বর ০৪, ২০২৩ ০৯:২০ Asia/Dhaka
  • ইসরাইলি বর্বরতা সম্পর্কে বেলজিয়ামের মন্ত্রীর ভুয়সী প্রশংসা করল হামাস

ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের দমন অভিযান সম্পর্কে বেলজিয়ামের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তার ভুয়সী প্রশংসা করেছে গাজাভিত্তিক ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

চলতে সপ্তাহের প্রথম দিকে একটি দৈনিক পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে বেলজিয়ামের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ক্যারোলিন গেনেজ বলেন, ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের দখলদারিত্ব এবং ইহুদিবাদী সেনাদের উচ্ছেদ অভিযানের কারণে ফিলিস্তিনি সম্প্রদায় নিশ্চিহ্ন হওয়ার পথে রয়েছে। তিনি বলেন, দিন দিন পরিস্থিতি খুবই নাজুক হয়ে পড়ছে এবং ফিলিস্তিনি গ্রামগুলো ‘মানচিত্র থেকে মুছে যাওয়ার’ কাছে চলে গেছে।

বেলজিয়ামের মন্ত্রী বলেন, আগের চেয়ে এখন সহিংসতা ক্ষণস্থায়ী হচ্ছে তবে অনেক বেশি হচ্ছে এবং পরিস্থিতি খুবই উত্তেজনাকর। এর ফলে ফিলিস্তিনিদের দম ফেলার কোনো অবস্থা নেই।

বেলজিয়ামের মন্ত্রীর এ মন্তব্যের প্রতিক্রিয়ায় দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে তেল আবিব। এছাড়া, বেলজিয়ামের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মন্ত্রী গেনেজকে একটি প্রতিবাদ চিঠি দিয়েছেন ব্রাসেলসে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত রোজেনজেভিগ।

এ সম্পর্কে হামাসের সিনিয়র কর্মকর্তা বাসেম নাঈম বলেন, গেনেজের মন্তব্যের প্রতি ইসরায়েলের ‘ক্ষুব্ধ’ প্রতিক্রিয়া  একথার প্রমাণ বহন করে যে, দশকের পর দশক ধরে ইসরাইল প্রতিষ্ঠার পক্ষে যে পৌরাণিক কাহিনীগুলি তৈরি করা হয়েছিল সেগুলোর ভিত্তি নড়বড়ে হয়ে পড়তে পারে ভেবে তেল আবিব শঙ্কিত। নাইম আরো বলেন, গুইনেজের মন্তব্য সম্পূর্ণভাবে বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যা বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রতিবেদনে উঠে এসেছে।#

পার্সটুডে/এমএমআই/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।