৫ ফিলিস্তিনি নারীকে বিবস্ত্র করে তল্লাশি; জর্ডানের এমপিদের তীব্র প্রতিবাদ
https://parstoday.ir/bn/news/west_asia-i127874-৫_ফিলিস্তিনি_নারীকে_বিবস্ত্র_করে_তল্লাশি_জর্ডানের_এমপিদের_তীব্র_প্রতিবাদ
জোরপূর্বক বিবস্ত্র করে পাঁচ ফিলিস্তিনি নারীকে তল্লাশির প্রতিবাদে ইসরাইলি রাষ্ট্রদূতকে বহিষ্কারের আহ্বান জানিয়েছেন জর্ডানের সংসদ সদস্যরা।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ০৮, ২০২৩ ১৯:২৪ Asia/Dhaka
  • গাজায় ফিলিস্তিনিদের বিক্ষোভ
    গাজায় ফিলিস্তিনিদের বিক্ষোভ

জোরপূর্বক বিবস্ত্র করে পাঁচ ফিলিস্তিনি নারীকে তল্লাশির প্রতিবাদে ইসরাইলি রাষ্ট্রদূতকে বহিষ্কারের আহ্বান জানিয়েছেন জর্ডানের সংসদ সদস্যরা।

৫৯ জন সংসদ সদস্য এক যৌথ বিবৃতিতে বলেছেন, জর্ডান থেকে ইসরাইলি রাষ্ট্রদূতকে বহিষ্কারের পাশাপাশি তেল আবিবে নিযুক্ত জর্ডানি রাষ্ট্রদূতকেও দেশে ফিরিয়ে আনতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, জর্ডানের মানুষ ফিলিস্তিনি মা-বোনদের সম্ভ্রমকে নিজেদের মা-বোনদের সম্ভ্রম বলে মনে করে। এটা তাদের কাছে রেড লাইন। মা-বোনদের ইজ্জতের অবমাননা কোনোভাবেই সহ্য করা হবে না।  
জর্ডানের ১৩০ সদস্যবিশিষ্ট সংসদের ৫৯ সদস্য স্পষ্টভাবে বলেছেন, জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর নীরবতার কারণে দখলদার ইসরাইলি বাহিনী ও সরকার এ ধরণের ঘৃণ্য কাজ করতেও দ্বিধা করছে না। দখলদার বাহিনী কোনো ধরণের আন্তর্জাতিক আইনকে পরোয়া করে না বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

গত ১০ জুলাই সকালে আল-খলিল শহরের একটি বাড়িতে দুইজন ইসরাইলি নারী সেনা ফিলিস্তিনি নারীদের বিবস্ত্র করে তল্লাশির মতো ঘৃণ্য অপরাধ করেছে। ওই দুই সেনা ৫৩ বছর বয়সী একজন মা, তার ১৭ বছর বয়সী মেয়ে এবং তিন ছেলের স্ত্রীকে একটি আলাদা কক্ষে নিয়ে বিবস্ত্র করে তল্লাশি চালায়।

ইসরাইলের ওই দুই নারী সেনার কাছে রাইফেল এবং কুকুর ছিল। ফিলিস্তিনি পাঁচ নারী বিবস্ত্র হতে রাজি না হলে ইহুদিবাদী সেনারা তাদেরকে গুলি করার এবং তাদের ওপর কুকুর লেলিয়ে দেয়ার ভয় দেখায়। এর আগে কাপড়চোপড় পরা অবস্থায় ইসরাইলের পুরুষ সেনারা ফিলিস্তিন নারীদের দেহ তল্লাশি করে।# 

পার্সটুডে/এসএ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।