তুরস্কের বিরুদ্ধে ইরাকি প্রেসিডেন্টের কঠোর বিবৃতি
(last modified Tue, 19 Sep 2023 12:35:45 GMT )
সেপ্টেম্বর ১৯, ২০২৩ ১৮:৩৫ Asia/Dhaka
  • ইরাকি প্রেসিডেন্ট আব্দুল লতিফ রশিদ
    ইরাকি প্রেসিডেন্ট আব্দুল লতিফ রশিদ

ইরাকের সুলায়মানিয়ার আরাবাত বিমানবন্দরে সাম্প্রতিক তুর্কি হামলার কঠোর নিন্দা জানিয়েছে ইরাক। ওই হামলার প্রতিক্রিয়ায় ইরাকি প্রেসিডেন্ট আব্দুল লতিফ রশিদ বাগদাদে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূতকে তলব করেছে।

তুরস্ক গতকাল বিকেলে ইরাকের আরাবাত বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে। ওই হামলায় ইরাকের সন্ত্রাসবাদ বিরোধী বাহিনীর ৩ সংগ্রামী সদস্য নিহত এবং অপর ৩জন আহত হয়েছে।

ইরাকের সরকারী বার্তা সংস্থা ডব্লিউএএ জানিয়েছে ইরাকের প্রেসিডেন্টের দফতর আজ (মঙ্গলবার) বিকেলে ঘোষণা করেছে, সুলাইমানিয়ার "আরবত" বিমানবন্দরে ড্রোন হামলার পর ইরাকি নিরাপত্তা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তলব করা হয়েছে। একইসঙ্গে বাগদাদে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূতকেও তলব করা হয়েছে।

ইরাকি প্রেসিডেন্টের দফতর থেকে আরও বলা হয়েছে, প্রতিদিন ইরাকের ভূখণ্ডে বিশেষ করে কুর্দিস্তান অঞ্চলে নিয়মতান্ত্রিক সামরিক আক্রমণ চালানো হচ্ছে। তুরস্ক এ ব্যাপারে সামরিক কিংবা প্রতিরক্ষা বিষয়ক কোনও ব্যাখ্যা ছাড়াই হামলা তীব্রতর করে যাচ্ছে। এসব আগ্রাসনে নিরীহ বেসামরিক নাগরিক, সামরিক ও নিরাপত্তা ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

ইরাকি প্রেসিডেন্টের বিবৃতিতে  আরও বলা হয়েছে, শহর, বেসামরিক এবং সৈন্যদের উপর ধারাবাহিক সামরিক হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং ভালো প্রতিবেশীসুলভ নীতির সাথে সাংঘর্ষিক। বিশেষ করে এইসব আক্রমণ ড্রোনের সাহায্যে চালানো হচ্ছে। আর ড্রোন হামলা শুধুমাত্র প্রকাশ্য যুদ্ধেই ব্যবহৃত হয়।

ইরাকি প্রেসিডেন্টের কার্যালয় আরও জানিয়েছে, সন্ত্রাসবাদী সংগঠনগুলোর বিরুদ্ধে লড়াইয়ে ইরাক সবচেয়ে বড় মূল্য দিয়েছে। কারণ সন্ত্রাসী আইএসআইএস ইরাকে কেবল লুণ্ঠন আর সন্ত্রাস চালিয়েই সন্তুষ্ট ছিল না। তারা প্রতিবেশীদের ওপর সন্ত্রাসী  হামলা চালাতে দেশের মাটিও ব্যবহার করার চেষ্টা করেছিল।#

পার্সটুডে/এনএম/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।