ইরাকে বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ড: বর-কনেসহ নিহত শতাধিক, আহত ৩০০
https://parstoday.ir/bn/news/west_asia-i128642-ইরাকে_বিয়ের_অনুষ্ঠানে_অগ্নিকাণ্ড_বর_কনেসহ_নিহত_শতাধিক_আহত_৩০০
ইরাকের উত্তরাঞ্চলের নিনেভেহ প্রদেশে বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৪৫০ জন হতাহত হয়েছেন। এর মধ্যে ১০০ জনের বেশি প্রাণ হারিয়েছেন। বর-কনে কেউই বেঁচে নেই। বিয়ের অনুষ্ঠানে প্রায় এক হাজার মানুষ উপস্থিত ছিলেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ২৭, ২০২৩ ১৯:২৭ Asia/Dhaka

ইরাকের উত্তরাঞ্চলের নিনেভেহ প্রদেশে বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৪৫০ জন হতাহত হয়েছেন। এর মধ্যে ১০০ জনের বেশি প্রাণ হারিয়েছেন। বর-কনে কেউই বেঁচে নেই। বিয়ের অনুষ্ঠানে প্রায় এক হাজার মানুষ উপস্থিত ছিলেন।

নিনেভেহ প্রদেশের ডেপুটি গভর্নর হাসান আল-আলাক বলেছেন, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাত পৌনে ১১টা নাগাদ আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত ১১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ (বুধবার) এক সংবাদ সম্মেলনে প্রাদেশিক স্বাস্থ্য বিভাগের উপপ্রধান আহমেদ দুবারদানি জানান, এ অগ্নিকাণ্ডে নবদম্পতি প্রাণ হারিয়েছেন।

স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, নিনেভেহ প্রদেশের হামদানিয়াহ জেলার একটি হলরুমে বিয়ের অনুষ্ঠান চলছিল। সেখানেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

রাজধানী বাগদাদ থেকে প্রায় ৪০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং উত্তরাঞ্চলের অন্যতম বড় শহর মসুলের পাশে এই হামদানিয়াহ জেলার অবস্থান।

বিয়ের আনন্দ আয়োজনে আতশবাজি ফোটানো হচ্ছিল। আতশবাজি থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এই ঘটনায় কয়েক জনকে আটক করেছে ইরাকের নিরাপত্তা বাহিনী।

ইসলামি প্রজাতন্ত্র ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশ ইরাকে ভয়াবহ অগ্নিকাণ্ড ও হতাহতের ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি এ বিষয়ে একটি শোকবার্তা দিয়েছেন।#  

পার্সটুডে/এসএ/ ২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।