বন্দিত্বের প্রতিবাদ
কারাগারে অনশন শুরু করেছেন তিউনিসিয়ার সাবেক স্পিকার ঘানুচি
তিউনিসিয়ার সাবেক স্পিকার ও বর্তমান বিরোধীদলীয় নেতা রাশিদ ঘানুচি তার আটকাদেশের বিরুদ্ধে কারাগারে তিনদিনের অনশন কর্মসূচি শুরু করেছেন। এর মধ্য দিয়ে তিনি নিজের আটকাদেশের বিরুদ্ধে যেমন প্রতিবাদ করছেন, তেমনি বিরোধী যে সমস্ত রাজনৈতিক নেতাকর্মী আটক রয়েছেন তাদের প্রতি তিনি সংহতি প্রকাশ করছেন।
গত ১৭ই এপ্রিল পুলিশ রাশেদ খানুচির বাড়িতে অভিযান চালায় এবং ওই দিনই ৮২ বছর বয়সী নেতাকে আটক করে। দেশের বামপন্থী ও ইসলামপন্থীসহ ভিন্ন মত দমন পীড়নের কারণে দেশে গৃহযুদ্ধ শুরু হতে পারে বলে তিনি হুঁশিয়ারি দেয়ার পর তাকে আটক করা হয়।
গত ফেব্রুয়ারি মাস থেকে তিউনিসিয়ার প্রেসিডেন্ট কায়িস সাঈদ বিরোধী নেতাকর্মীদের ওপর ধরপাকড় শুরু করেন। আটক নেতাদের মধ্যে রয়েছেন বহু রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী, ব্যবসায়ী, শ্রমিক নেতা এবং তিউনিসিয়ার সবচেয়ে জনপ্রিয় রেডিও স্টেশন মুসাইক এফএম এর মালিক।
গত মে মাসে সন্ত্রাসবদের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে রাশিদ ঘানুচিকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়। তবে সন্ত্রাসবাদের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ জোরালোভাবে নাকচ করেছেন ঘানুচি।#
পার্সটুডে/এসআইবি/৩০