'চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে' 
https://parstoday.ir/bn/news/west_asia-i129040
ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের প্রধান জিয়াদ আল নাখালা ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে বিভিন্ন দেশের সম্পর্ক স্বাভাবিকীকরণের কঠোর নিন্দা ও সমালোচনা করেছেন। তিনি বলেছেন, নানা ধরনের চ্যালেঞ্জ সত্ত্বেও তার সংগঠন ইসরাইল-বিরোধী লড়াই থেকে পিছু হটবে না বরং চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত তারা লড়াই চালিয়ে যাবে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
অক্টোবর ০৭, ২০২৩ ১৩:৩১ Asia/Dhaka
  • 'চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে' 

ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের প্রধান জিয়াদ আল নাখালা ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে বিভিন্ন দেশের সম্পর্ক স্বাভাবিকীকরণের কঠোর নিন্দা ও সমালোচনা করেছেন। তিনি বলেছেন, নানা ধরনের চ্যালেঞ্জ সত্ত্বেও তার সংগঠন ইসরাইল-বিরোধী লড়াই থেকে পিছু হটবে না বরং চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত তারা লড়াই চালিয়ে যাবে।

ইসলামি জিহাদ আন্দোলনের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বিশাল সমাবেশে গতকাল (শুক্রবার) তিনি এসব কথা বলেন।

জিয়াদ আল নাখালা বলেন, ইসলামী জিহাদ আন্দোলন ফিলিস্তিনি জনগণের সমর্থক হিসেবে কাজ করবে। তিনি সুস্পষ্টভাবে ঘোষণা করেন, "আমরা, ইসলামী প্রতিরোধে আন্দোলন হামাস এবং ফিলিস্তিনের অন্য প্রতিরোধ সংগঠনগুলো আমাদের জনগণের স্বাধীনতার লক্ষ্য ও ফিলিস্তিনি ভূখণ্ডের মুক্তি অর্জন না করা পর্যন্ত ঐক্যবদ্ধ থাকবো।"

ফিলিস্তিন এবং মধ্যপ্রাচ্য অঞ্চলের প্রতিরোধ আন্দোলনগুলোর মধ্যকার ঐক্য নিশ্চিতভাবে বিজয় এনে দেবে বলে উল্লেখ করেন নাখালা।

সাম্প্রতিক বছরগুলোতে ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ও বাহারাইন-সহ কয়েকটি দেশ কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করেছে। এছাড়া, সৌদি আরব ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের আলোচনায় লিপ্ত রয়েছে বলে খবর বের হচ্ছে। এসব প্রেক্ষাপটে জিয়াদ আল নাখালা ইসরাইলের বিরুদ্ধে নিজেদের অবস্থান নতুন করে স্পষ্ট করলেন।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ৭