ইসরাইলে কয়েক ডজন ফ্লাইট বাতিল করল কয়েকটি গুরুত্বপূর্ণ এয়ারলাইন্স
https://parstoday.ir/bn/news/west_asia-i129118-ইসরাইলে_কয়েক_ডজন_ফ্লাইট_বাতিল_করল_কয়েকটি_গুরুত্বপূর্ণ_এয়ারলাইন্স
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইসলামী জিহাদ-সহ কয়েকটি সংগঠনের ব্যাপক সামরিক অভিযানের জের ধরে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী তেল আবিব অভিমুখী কয়েক ডজন বিমানের ফ্লাইট বাতিল করেছে বিশ্বের গুরুত্বপূর্ণ কয়েকটি এয়ারলাইন্স।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ০৮, ২০২৩ ১৯:১৮ Asia/Dhaka
  • ইসরাইলে কয়েক ডজন ফ্লাইট বাতিল করল কয়েকটি গুরুত্বপূর্ণ এয়ারলাইন্স

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইসলামী জিহাদ-সহ কয়েকটি সংগঠনের ব্যাপক সামরিক অভিযানের জের ধরে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী তেল আবিব অভিমুখী কয়েক ডজন বিমানের ফ্লাইট বাতিল করেছে বিশ্বের গুরুত্বপূর্ণ কয়েকটি এয়ারলাইন্স।

তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর অভিমুখী ফ্লাইট বাতিল করা এয়ারলাইন্সের মধ্যে রয়েছে- আমেরিকান এয়ারলাইন্স, এয়ার ফ্রান্স, লুফথানসা, এমিরেটস, রায়ান এয়ার এবং এজিয়ান এয়ারলাইন্স।
তবে বিমানবন্দর কর্তৃপক্ষগুলো কমার্শিয়াল ফ্লাইট অথবা লোহিত সাগর তীরবর্তী পর্যটন কেন্দ্রে যাওয়ার ব্যবস্থা বন্ধ করেনি। 
লুফথানসা এয়ারলাইন্সের অংশ ব্রাসেলস এয়ারলাইনও তেলাবিবব অভিমুখী ফ্লাইট বাতিল করেছে। এছাড়া, এয়ার ফ্রান্স জানিয়েছে- পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত তারা বিমানের ফ্লাইট স্থগিত রেখেছে।
এদিকে স্প্যানিশ এয়ারলাইন্স আয়বেরিয়া ঘোষণা করেছে, স্প্যানিশ এয়ারলাইন আইবেরিয়া ঘোষণা করেছে যে তার বাজেট সহায়ক সংস্থা আইবেরিয়া এক্সপ্রেস তার তেল আবিব ফ্লাইট বাতিল করছে। 
ইতালির পতাকাবাহী সংস্থা আইটিএ এয়ারওয়েজ "যাত্রী এবং ক্রুদের নিরাপত্তার জন্য" রোববার সকাল পর্যন্ত তার ফ্লাইট বাতিল করেছে।

পার্সটুডে/এসআইবি/৮