গাজায় ইসরাইলি পাশবিকতা অব্যাহত, কয়েক শ শিশু ও নারীসহ ১০৫৫ শহীদ
https://parstoday.ir/bn/news/west_asia-i129226-গাজায়_ইসরাইলি_পাশবিকতা_অব্যাহত_কয়েক_শ_শিশু_ও_নারীসহ_১০৫৫_শহীদ
অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরাইলের গত চারদিনের পাশবিক বিমান হামলায় ১০৫৫ ফিলিস্তিনি শহীদ হয়েছেন বলে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
(last modified 2025-10-08T09:10:00+00:00 )
অক্টোবর ১১, ২০২৩ ১১:১৭ Asia/Dhaka
  • গাজায় ইসরাইলি পাশবিকতা অব্যাহত, কয়েক শ শিশু ও নারীসহ ১০৫৫ শহীদ

অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরাইলের গত চারদিনের পাশবিক বিমান হামলায় ১০৫৫ ফিলিস্তিনি শহীদ হয়েছেন বলে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

ওই মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে ২৩০ জন নারী এবং ২৬০ জন শিশু ও বয়োবৃদ্ধ মানুষ রয়েছেন। এছাড়া, আহত হয়েছেন আরো ৫০০০ জন। 

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরেও ইসরাইলি সেনাদের তাণ্ডব চলছে এবং সেখানে আরো ১৮ ফিলিস্তিনি নিহত ও শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

গত শনিবার ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো ইসরাইলের বিরুদ্ধে ‘আল-আকসা তুফান’ নামক অভিযান শুরু করার পর গাজা উপত্যকায় বিদ্যুৎ, পানি, খাদ্য ও জ্বালানি সরবরাহের সবগুলো রুট বন্ধ করে দিয়েছে তেল আবিব। সেইসঙ্গে অবরুদ্ধে এই ভূখণ্ডের ওপর জল, স্থল ও আকাশপথে ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে মানবতার শত্রু ইসরাইল।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এরইমধ্যে গাজার মানবিক পরিস্থিতির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, সংঘাত চলতে থাকলে সেখানকার পরিস্থিতি অবর্ণনীয় হয়ে উঠবে। তিনি বলেন, গাজার ওপর সর্বাত্মক অবরোধ আরোপের যে ঘোষণা ইসরাইল দিয়েছে তাতে তিনি ‘গভীরভাবে মর্মাহত’ হয়েছেন।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।