অপারেশন আল-আকসা স্টর্ম
হামাসের ঐতিহাসিক অভিযানে সমীকরণ বদলে গেছে: হুথি আন্দোলন
ইহুদিবাদী ইসরাইলের অভ্যন্তরে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসসহ কয়েকটি প্রতিরোধ সংগঠনের যোদ্ধারা যে দুঃসাহসিক ও আকস্মিক অভিযান চালিয়েছে তাকে ঐতিহাসিক বিজয় বলে অভিহিত করেছেন ইয়েমেনের জনপ্রিয় হুতি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালেক আল হুতি।
তিনি বলেছেন ফিলিস্তিনি যোদ্ধাদের এই অভিযানে সমীকরণ বদলে গেছে এবং দখলদার ইসরাইল ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। গতকাল (মঙ্গলবার) ইয়েমেনের রাজধানীর সানা থেকে টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন।
আব্দুল মালেক আল-হুথি আরো বলেন, গত কয়েক দশক ধরে ফিলিস্তিনি জনগণের ওপর দখলদার ইসরাইল যে অব্যাহতভাবে হত্যাযজ্ঞ ও দমনপীড়ন চালিয়েছে তার বৈধ জবাব দিয়েছে ফিলিস্তিনি যোদ্ধারা। গত শনিবার সকাল সাতটার দিক থেকে ফিলিস্তিনি যোদ্ধারা ইসরাইলের বিরুদ্ধে অপারেশন আল-আকসা শুরু করে এবং ২০ মিনিটের মধ্যে ৫ হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
ইসরাইলের ভেতরে হামাসের অভিযান এখনো চলছে এবং এ পর্যন্ত সেনা ও অবৈধ ইহুদি বসতি স্থাপনকারী মিলে ১২০০'র বেশি ইসরাইলি নিহত হয়েছে। এছাড়া বহু ইসরাইলি আহত হয়েছে যাদের মধ্যে কয়েকশো গুরুতর। হামাসের এই অভিযানকে হুথি আন্দোলনের নেতা ঐতিহাসিক ও নজিরবিহীন বিজয় বলে উল্লেখ করেন না।#
পার্সটুডে/এসআইবি/১১