ফিলিস্তিনিরা প্রমাণ করেছে ইসরাইল মাকড়সার জালের চেয়েও দুর্বল: হিজবুল্লাহ মহাসচিব
https://parstoday.ir/bn/news/west_asia-i130264-ফিলিস্তিনিরা_প্রমাণ_করেছে_ইসরাইল_মাকড়সার_জালের_চেয়েও_দুর্বল_হিজবুল্লাহ_মহাসচিব
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ'র মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ফিলিস্তিনিদের 'আল-আকসা তুফান' অভিযান প্রমাণ করেছে দখলদার ইসরাইল মাকড়সার জালের চেয়েও দুর্বল। আজ (শুক্রবার) টেলিভিশনে সম্প্রচারিত এক লাইভ ভাষণে তিনি এ কথা বলেন।
(last modified 2025-11-11T14:44:42+00:00 )
নভেম্বর ০৩, ২০২৩ ১৯:৫১ Asia/Dhaka
  • সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ
    সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ'র মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ফিলিস্তিনিদের 'আল-আকসা তুফান' অভিযান প্রমাণ করেছে দখলদার ইসরাইল মাকড়সার জালের চেয়েও দুর্বল। আজ (শুক্রবার) টেলিভিশনে সম্প্রচারিত এক লাইভ ভাষণে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, 'আল-আকসা তুফান' অভিযান ফিলিস্তিনিদের সিদ্ধান্তে হয়েছে। ফিলিস্তিনিরাই সব কিছু করেছে, তারাই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে। অভিযানের বিষয়টি অত্যন্ত গোপনীয় ছিল বলেই তা সফল হয়েছে।

হাসান নাসরুল্লাহ বলেন, 'আল-আকসা তুফান' অভিযান ছিল অত্যন্ত বীরত্বপূর্ণ এবং অত্যন্ত সফল। এর বাইরে ফিলিস্তিনিদের সামনে আর কোনো পথ বাকি ছিল না বলে তিনি উল্লেখ করেন।

হিজবুল্লাহ প্রধান বলেন, ফিলিস্তিনিদের আল-আকসা অভিযানের পর ইসরাইলি বাহিনী নিজেরাই নিজেদের লোকদের হত্যা করেছে। তারা হামাসের কাছ থেকে ইহুদি উপশহরগুলো পুনরুদ্ধারের জন্য তাড়াহুড়োমূলক পদক্ষেপ নিয়েছে, পাগলামি করেছে। তারাই নিজেদের লোকদের ওপর তাণ্ডব চালিয়েছে, তাদের অস্ত্রের আঘাতে উপশহরে অনেক ইহুদিবাদী প্রাণ হারিয়েছে। এখন ইসরাইলে প্রকাশিত বিভিন্ন নিবন্ধে এসব তথ্য আসছে। ভবিষ্যতে তা আরও পরিষ্কার হবে।#  

পার্সটুডে/এসএ/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।