গাজায় ৫ ইসরাইলি সেনা নিহত, ২ ট্যাঙ্ক ধ্বংস
(last modified Sun, 12 Nov 2023 14:03:12 GMT )
নভেম্বর ১২, ২০২৩ ২০:০৩ Asia/Dhaka
  • ইসরাইলের একটি ট্যাঙ্ক
    ইসরাইলের একটি ট্যাঙ্ক

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাস্সাম ব্রিগেডের হামলায় আরও পাঁচ ইসরাইলি সেনা নিহত ও দু'টি ইসরাইলি ট্যাঙ্ক ধ্বংস হয়েছে।

দখলদার ইসরাইলের সামরিক সূত্রের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, গাজার একটি টানেলে বিস্ফোরণে চার ইসরাইলি সেনা নিহত ও চার জন আহত হয়েছে।

কোনো কোনো সূত্র বলছে, আল-কাস্সাম ব্রিগেডের ফাঁদে পড়ে তাদের প্রাণ গেছে। প্রতিরোধ সংগ্রামীদের টানেল মনে করে দখলদার সেনারা সেখানে গেলে বিস্ফোরণ ঘটে এবং তারা হতাহত হয়। এছাড়া গাজার অন্য এক স্থানে ফিলিস্তিনি সংগ্রামীদের হামলায় অপর এক ইসরাইলি সেনা প্রাণ হারায়। এর আগে গতকালও ইসরাইলি বাহিনী গাজায় তাদের দুই সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছিল।

এদিকে, আজ হামাসের আল-কাস্সাম ব্রিগেডের সদস্যদের হামলায় দু'টি ইসরাইলি ট্যাঙ্ক ধ্বংস হয়েছে। গাজার দক্ষিণ-পশ্চিম অংশে 'ইয়াসিন-১০৫' রকেটের সাহায্যে এসব ট্যাঙ্ক ধ্বংস করা হয়।

কয়েক দিন আগেই হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু উবাইদা জানিয়েছেন, তাদের মুক্তি সংগ্রামীরা ১৬০টির বেশি ইসরাইলি যুদ্ধযান ধ্বংস করতে সক্ষম হয়েছে। এর মধ্যে বহু ট্যাংক রয়েছে।

তিন সপ্তাহের বেশি সময় ধরে গাজায় স্থল অভিযান চালাচ্ছে দখলদার ইসরাইলি বাহিনী। সেখানে গিয়ে তারা ব্যাপক মার খাচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।# 

পার্সটুডে/এসএ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।