হুথি আন্দোলনের ঘোষণা
লোহিত সাগরে ইসরাইলের সমস্ত জাহাজকে টার্গেট করা হবে
-
লোহিত সাগরে ইসরাইলি জাহাজ ডুবিয়ে দেওয়ার হুমকি দিয়ে এই পোস্টারটি প্রকাশ করেছে আনসারুল্লাহ
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন বলেছে, তাদের বাহিনী ইহুদিবাদী ইসরাইলের ওপর আরো হামলা চালাবে এবং তারা লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালীতে ইসরাইলের জাহাজগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করবে। গাজা উপত্যকায় ইহুদিবাদী সেনারা এক মাসের বেশি সময় ধরে অভিযান চালাচ্ছে এবং এর পাল্টা ব্যবস্থা হিসেবে হুথি আন্দোলন এই ঘোষণা দিল।
সম্প্রতি ইয়েমেন থেকে ইসরাইলের বিভিন্ন অবস্থানে হুথি সমর্থিত সামরিক বাহিনী হামলা চালিয়েছে। ২০১৫ সাল থেকে হুথিরা সৌদি আরব ও তার মিত্র কয়েকটি দেশের সাথে ব্যাপকভিত্তিক যুদ্ধ করছে। হুথি আন্দোলনের হাতে রয়েছে হাজার হাজার যোদ্ধা এবং বিপুল পরিমাণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সশস্ত্র ড্রোন রয়েছে। হুথিরা উত্তর ইয়েমেন এবং লোহিত সাগরের বিস্তীর্ণ উপকূলীয় অঞ্চলের নিয়ন্ত্রণ করছে।
হুথি আন্দোলনের নেতা আবদুল মালিক আল-হুথি বলেন, “আমাদের চোখ সবসময় লোহিত সাগরে বিশেষ করে বাব আল-মান্দেব ও ইয়েমেনের আঞ্চলিক পানি সীমায় ইসরাইলের জাহাজ খুঁজে ফিরবে। তার এই বক্তব্য ইয়েমেনের টেলিভিশনে সম্প্রচার করা হয়।
গত ৭ অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকার ওপর বর্বর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। তখন থেকে লোহিত সাগরে মার্কিন বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে।#
পার্সটুডে/এসআইবি/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।